ইসলামাবাদ: পাকিস্তানের রাজধানী শহর ইসলামাবাদে বসবাসকারী হিন্দুদের দাবিপূরণ। হিন্দুদের আর্জি মেনে একটি মন্দির, কমিউনিটি, শ্মশান তৈরি করতে রাজি হল শহরের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ)। সেখানে বসবাস করেন প্রায় ৮০০ হিন্দু। মন্দির নেই বলে তাঁরা বাড়িতেই পূজা-পার্বন, দেওয়ালি পালন করতে বাধ্য হন। দাহ করার জায়গা না থাকায় কেউ মারা গেলে দেহ নিয়ে তাঁদের যেতে হয় রাওয়ালপিন্ডি বা অন্য কোথাও। রাওয়ালপিন্ডি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে কয়েকটি ছোট মন্দির আছে বটে, তবে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিতে বড় মন্দির বলতে একটিই, সদরের কৃষ্ণ মন্দির।
দি এক্সপ্রেস ট্রিবিউন-এর খবর, গতকাল এক বৈঠকে ইসলামাবাদের পুর পরিষেবার ভারপ্রাপ্ত সিডিএ কর্তৃপক্ষ সেক্টর এইচ-৯ এলাকায় আধ একর জমি বরাদ্দ করেছে যেখানে একটি হিন্দু মন্দির, কমিউনিটি কেন্দ্র ও শ্মশান নির্মিত হবে। এগুলি বহুদিনের দাবি ছিল হিন্দুদের, যা অবশেষে পূরণ হতে চলেছে, মন্তব্য করেছে পাক সংবাদপত্রটি।
পাকিস্তানি রাজধানীতে তৈরি হচ্ছে হিন্দু মন্দির, কমিউনিটি সেন্টার, শ্মশান
web desk, ABP Ananda
Updated at:
10 Dec 2016 08:51 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -