ইসলামাবাদ: সফলভাবে অত্যাধুনিক ক্রুজ মিসাইল পরীক্ষা করল পাকিস্তান। দেশীয় প্রযুক্তিতে তৈরি বাবর ওয়েপন সিস্টেম-১ (বি) নামে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ৭০০ কিমি। এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে সক্ষম। পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র ভূমি ও সমুদ্রে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। জিপিএস প্রযুক্তির অনুপস্থিতিতেও সফলভাবে লক্ষ্যে আঘাত হানতে পারবে এই ক্ষেপণাস্ত্র। এর ফলে পাকিস্তানের সেনাবাহিনীর শক্তি বাড়বে।