রাষ্ট্রসঙ্ঘ: কাঠুয়ায় ৮ বছরের শিশুর ধর্ষণ-খুনের ঘটনাকে ভয়াবহ আখ্যা দিল রাষ্ট্রসঙ্ঘ। রাষ্ট্রসঙ্ঘ প্রধান আন্তোনিও গুতেরেস বলেছেন, তাঁদের আশা, প্রশাসন এই ঘটনার অপরাধীদের উচিত শাস্তি দেবে।


যাযাবর প্রজাতির ওই শিশু ১০ জানুয়ারি বাড়ির কাছ থেকে নিখোঁজ হয়ে যায়, এক সপ্তাহ পরে একই জায়গায় পাওয়া যায় তার ক্ষতবিক্ষত দেহ। অভিযোগ ওঠে, ৬ জন এক সপ্তাহ ধরে আটকে রেখে ধর্ষণ করে খুন করেছে তাকে।

আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, সংবাদমাধ্যমে ওই ঘটনার যে রিপোর্ট বেরিয়েছে তা তাঁরা দেখেছেন, ওই শিশুকন্যার খুনের অপরাধীরা শাস্তি পাবে বলে তাঁদের আশা।

কাঠুয়ার ঘটনার তদন্তে গঠিত হয়েছে একটি বিশেষ তদন্তকারী দল, ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।