বেজিং: কাশ্মীরের হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানিকে 'শহীদ' তকমা দিয়ে ১৯ জুলাই কালো দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এই সিদ্ধান্ত আসলে জনমতের চাপে পড়েই নেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন সেদেশের প্রাক্তন বিদেশ সচিব হুসেন খোখর। তিনি বলেছেন, শুরুতে পাকিস্তানের প্রতিক্রিয়া কিছুটা নিচু সুরেই বাঁধা হয়েছিল। কিন্তু পরে মানুষ ও সংবাদমাধ্যমের চাপে পড়ে যায় সরকার। এই ইস্যুর সঙ্গে জড়িত ভাবাবেগ সংক্রান্ত কারণে এ ব্যাপারে সংযম বজায় রাখা সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ে।
খোখর বলেছেন, পাকিস্তানের কোনওভাবেই পরিস্থিতি হাতের বাইরে যেতে দেওয়া উচিত নয়। কিন্তু ভারত কীভাবে পরিস্থিতির মোকাবিলা করবে, তার ওপরই সবকিছুই নির্ভর করছে। প্রাক্তন বিদেশ সচিব বলেছেন, পাকিস্তান পরিস্থিতি নিয়ে বাড়াবাড়ি কিছু করতে চায় না। এ কথা বলেও খোখরও ভাবাবেগের তাসটি খেলে দাবি করেছেন, পাকিস্তানের কাশ্মীরীরা বুরহানকে 'শহিদ' বলেই মনে করেন।
চাপে পড়েই বুরহানকে শহীদ তকমা পাকিস্তানের, বললেন প্রাক্তন বিদেশ সচিব
ABP Ananda, web desk
Updated at:
17 Jul 2016 01:43 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -