ইসলামাবাদ: চিনে মেকআপ ইন্ডাস্ট্রির রমরমা। মানুষের চুলের প্রবল চাহিদা, যা মেটাচ্ছে পাকিস্তান। গত ৫ বছরে পাকিস্তান চিনে ১ লক্ষ হাজার ৪৬১ কেজি মানুষের চুল রপ্তানি করেছে, যার অর্থমূল্য ১ লক্ষ ৩২ হাজার মার্কিন ডলার। এ কথা জানিয়েছে পাকিস্তানের বাণিজ্য ও বস্ত্রমন্ত্রক।
পাক সংবাদপত্র ‘দি ডন’-কে নামী বিউটিশিয়ান এএম চৌহান জানিয়েছেন, চিনে মেকআপ ইন্ডাস্ট্রি শক্তিশালী হয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের চুলের চাহিদা। মানুষের চুলের রপ্তানি বৃদ্ধির আরেকটি কারণ, ফ্যাশনের জন্য পরচুলো পরার চল এখন কম। তাছাড়া সম্প্রতি চিনে স্থানীয় স্তরে কেশ ও কেশসজ্জা সংক্রান্ত সামগ্রীর উত্পাদন হ্রাস পেয়েছে।
তিনি জানিয়েছেন, আগে স্থানীয় লোকজন নিজেরাই হাতে চুল বড় করতেন, গোঁফ, দাড়ি রাখা, পরচুলো তৈরি করতেন। কিন্তু চিনে মেকআপ শিল্প চাঙ্গা হওয়ায় বাজার হারিয়েছেন স্থানীয় শিল্পীরা। এখন চুল রপ্তানিকারী কোম্পানির লোকজন সেলুনের সামনে বড় বড় পাত্র রেখে চুল সংগ্রহ করছে। গড়ে কেজিতে ৫ থেকে ৬ হাজার টাকা কেজি দরে চুল কিনছে তারা।
জাপান, আমেরিকাতেও ভাল চাহিদা থাকায় ভাল গুণমানের চুল রপ্তানি হয়। তার পাশাপাশি চুলের বাড়তি অংশ, পরচুলোর আমদানি হয় পাকিস্তানেও।
মেকআপ ইন্ডাস্ট্রির রমরমা, ৫ বছরে চিনে ১ লক্ষ কেজির বেশি মানুষের চুল রপ্তানি করেছে পাকিস্তান, দাম ১ লক্ষ ৩২ হাজার মার্কিন ডলার
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2019 07:13 PM (IST)
গবেষণায় জানা গেছে, মেলানিনের নিয়ন্ত্রিত উত্পাদন ও তার সঞ্চয়ে সাহায্য করে এই এই জিন। মেলানিনই চুল, ত্বক ও চোখের রঙ নির্ধারণ করে।মেলানিন কম হলেই চুল সাদা হয়ে যায়।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -