লাহোর: জেড্ডা, মক্কায় তীর্থে যাওয়া যাত্রীদের জন্য বিমানের ভিতরে কোনও বিনোদনের আয়োজন রাখছে না পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। বিমানে বাজানো হবে শুধু কোরানের বাণী, নাত অর্থাত পয়গম্বরের প্রশংসাসূচক কবিতা। পিআইএ মুখপাত্র মাসহুদ তাজওয়ার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আমাদের জেড্ডা, মদিনাগামী ফ্লাইটে যাত্রীদের ওঠা আর নামার সময় কোরানের বাণী, পয়গম্বরের গুণকীর্তনের কবিতা শোনানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ‘জনসাধারণের সেন্টিমেন্ট, আবেগের কথা বিবেচনা করেই’। বিমানের ভিতরে বিনোদন ব্যবস্থায় আর কোনও গান, সুর বাজবে না বলে জানান তিনি।
পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি তাদের সব রুটেই বিমানে গানবাজনা বন্ধ করে দিয়েছে, এই ধারণা খারিজ করে তিনি বলেন, শুধুমাত্র জেড্ডা, মদিনার ক্ষেত্রেই গানবাজনা বন্ধ হচ্ছে। কারণ সেখানে লোকে যান পূণ্য অর্জনে, পবিত্র যাত্রায়। তাই সেসময় গান বাজনা হওয়াটা মানানসই নয়। বাকি অন্য সব রুটের যাত্রীরা বিমানে চালু বিনোদন ব্যবস্থা উপভোগ করতে পারবেন।
পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে কোনও মৃদু স্বরে সঙ্গীত নয়, বিমানে যাত্রীদের কাসিদা বুরদা শরিফ (ইসলামি স্তোত্র) বাজিয়ে স্বাগত জানানোরও সিদ্ধান্ত নিয়েছে পিআইএ। মুখপাত্রটি বলেন, তাঁদের সব ঘরোয়া, আন্তর্জাতিক উড়ানে জনপ্রিয় ইসলামি স্তোত্র বাজানো হবে যখন পিআইএ-র বিমানে যাত্রীরা প্রবেশ করবেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই চরম অর্থাভাবে ভুগছে পিআইএ। বর্তমানে তাদের আর্থিক দায় দাঁড়িয়েছে ৪৩১ বিলিয়ন টাকায়। ১৮ হাজারের বেশি কর্মী, ৩২টি বিমান নিয়ে তাদের লোকসানের বহর দিনদিন বেড়েই চলেছে বলে খবর।
জেড্ডা, মক্কায় তীর্থ সফরে বিমানে বিনোদন নয়, শুধু কোরানের বাণী, পয়গম্বরের প্রশংসাসূচক কবিতা শোনাবে পিআইএ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jan 2019 08:37 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -