রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জে কাশ্মীরের হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর বিষয়টি উত্থাপণ করায় পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের। ভারত বলেছে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের কার্যকলাপের গুণগান করছে এবং সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করে অন্য দেশের ভূখণ্ডের প্রতি নজর দিচ্ছে। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মানবাধিকার সংক্রান্ত বিতর্কে এভাবেই পাকিস্তানকে পাল্টা তোপ দাগলেন ভারতীয় রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন। এই বিতর্কেই এর আগে পাকিস্তানি দূত মালিহা লোদী কাশ্মীর প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। সেইসঙ্গে বুরহানের মৃত্যুকে 'বিচার বহির্ভূত হত্যা' বলে মন্তব্য করেছিলেন পাক দূত। বুরহানকে 'কাশ্মীরী নেতা' বলে উল্লেখ করেছিলেন।
এর জবাবে আকবরউদ্দিন পাকিস্তানকে যে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন, তা ইদানিংকালে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে, মানবাধিকার রক্ষায় পাকিস্তানের ট্রাক রেকর্ড এমনই যে, তারা রাষ্ট্রপুঞ্জে মানবাধিকার সংগঠনে ঠাঁই পর্যন্ত পায়নি। রাষ্ট্রপুঞ্জের মতো মঞ্চে কাশ্মীর ইস্যুতে তুলে পাকিস্তান এই বিশ্বসংস্থার অপব্যবহার করছে বলেও মন্তব্য করেন ভারতীয় দূত।
আকবরউদ্দিন বলেছেন, পাকিস্তান অন্য দেশের ব্যাপারে নাক গলাচ্ছে। খোদ রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত জঙ্গিদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান।
পাশাপাশি, সন্ত্রাসদমনে পাকিস্তানকে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়েছে আমেরিকাও। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রতিবেশী দেশগুলিকে যারা নিশানা করছে, পাকিস্তানের উচিত সেই সমস্ত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তীব্র আক্রমণ ভারতের
ABP Ananda, web desk
Updated at:
14 Jul 2016 06:14 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -