ইসলামাবাদ:  প্রথমবার মাসুদ আজহারকে জঙ্গি মানল পাকিস্তান। ৫ হাজার সন্দেহভাজনের সঙ্গে জইশ-ই-মহম্মদের প্রধান  মাসুদ আজহারের অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্ত নিল পাকিস্তান স্টেট ব্যাঙ্ক।


সন্ত্রাসদমন নিয়ে বিশ্বজুড়ে কড়া সমালোচনার মুখে সন্দেহভাজন জঙ্গিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর মধ্যে জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের অ্যাকাউন্টও রয়েছে। স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ মন্ত্রকের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে ৫ হাজার ১০০-রও বেশি সন্দেহভাজন জঙ্গির অ্যাকাউন্ট। আল-কায়দা, তেহরিক-ই-তালিবান, লস্কর-ই-জাঙভি-সহ আরও কয়েকটি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে।পাঠানকোট  হামলার পর মাসুদ আজাহার এইমুহূর্তে পাকিস্তানের নিরাপদ আশ্রয় রয়েছে।

উচ্চপদস্থ এক ব্যাঙ্ক আধিকারিকের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে তিনটি তালিকা বানিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই তালিকায় প্রায় পাঁচ হাজার সন্দেহভাজনের নাম রয়েছে। এমনকি বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রধানেরাও রয়েছে সেই তালিকায়, দাবি সূত্রের। এমনকি যে তালিকা পাঠানো হয়েছে তারমধ্যে ১২০০ জন সন্দেহভাজন 'এ' তালিকাভূক্ত। ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী 'এ' তালিকাভূক্ত জঙ্গিরা সবচেয়ে বিপজ্জনক। সূত্রের দাবি মাসুদ আজাহারের নাম 'এ' তালিকাভূক্ত করা হয়েছে। জানা গিয়েছে ন্যাশনাল কাউন্টার টেররিজম অথরিটি এমাসের শুরুতে পাকিস্তান স্টেট ব্যাঙ্কের কাছে প্রায় সাড়ে পাচ হাজার সন্দেহভাজন জঙ্গির নাম নিয়ে তৈরি একটি তালিকা পাঠায়। সেখান থেকে বাছাই করে পাঁচ হাজার জঙ্গির অ্যাকাউন্ট ফ্রিজ করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এখবরের সত্যতা স্বীকারও করে নিয়েছেন ন্যাকটার জাতীয় সমন্বয়কারী এহসান ঘানি।

সূত্রের খবর যে সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এরমধ্যে ৩, ০৭৮ জন সন্দেহভাজন খাইবার পাখতুনখাওয়া এবং ফাটা অঞ্চলের,পাকিস্তানের পঞ্জাব প্রদেশ থেকে  ১,৪৪৩ জনের নাম রয়েছে, সিন্ধের ২২৬ জন, বালুচিস্তান থেকে ১৯৩ জন, গিলগিট-বালটিসস্থান থেকে ১০৬ এবং ইসলামাবাদ থেকে ২৭ সন্দেহভাজন জঙ্গির নাম রয়েছে। এছাড়াও পাক অধিকৃত কাশ্মীর থেকে ২৬ সন্দেহভাজন জঙ্গির অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। পাকিস্তানের স্টেট ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই পাঁচ হাজার ১০০ সন্দেহভাজন জঙ্গিদের মিলিতভাবে প্রায় ৪০ কোটি টাকা রয়েছে ব্যাঙ্কে।

মাসুদ আজহার ছাড়াও, অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে যেসমস্ত সন্দেহভাজনের তাদের মধ্যে রয়েছে ইসলামাবাদ লাল মসজিদের মৌলবী মৌলানা আজিজ, আহতে সুনাট ওয়াল জামাত নেতা মৌলবী আহমেদ লুধিয়ানভি এবং ঔরাঙ্গাজেব ফারুগি, আল-কায়দার মতিউর রহমান, তেহেরিক-ই-তালিবানের ইব্রাহিম এবং লস্কর-ই-জাঙভির রমজান মেঙ্গাল ও কারি এহসান।