লাহৌর : মঙ্গলবার থেকে পাকিস্তানে টানটান উত্তেজনা।  প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি কি এখন শুধুই সময়ের অপেক্ষা ? মঙ্গলবার বিকেল থেকেই পরিস্থিতি উত্তপ্ত। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বিরাট পুলিশ বাহিনী। লাহৌরের জামান পার্কে ইমরানের বাড়ি ঘিরছে পুলিশ। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে, ১৫ জন পিটিআই সমর্থককে আটক করেছে পুলিশ । 


থিকথিক করছে পুলিশ


পাক সংবাদমাধ্যম সূত্রে খবর,  পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস প্রয়োগ করেছে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠেছে। লাহৌর শহরে থিকথিক করছে পুলিশ। ইমরান খানের বাড়ির সামনে চলছে স্লোগান দেওয়া। উত্তেজনার চিত্র পাকিস্তানে। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধানের লাহোরের বাড়ি ঘিরে এখন টানটান উত্তেজনা চরমে। প্রায় ১২ ঘণ্টা ধরে পুলিশ-পিটিআই সমর্থকদের সংঘর্ষ চলছে। জ্বলেছে  পুলিশের গাড়ি, ছোড়া হল পাথর। 
পাল্টা পিটিআই সমর্থকদের ঠেকাতে টিয়ার গ্য়াস, জলকামান ছুড়ল পুলিশ । 


 ইমরানের ভিডিও বার্তা 


গ্রেফতার হতে পারেন আঁচ করে, ইমরান মঙ্গলবার দেশবাসীকে একটি ভিডিও বার্তা দেন। তাতে তিনি বলেন, 'পুলিশ ভাবছে ইমরান খান জেলে চলে গেলে দেশের মানুষও ঘুমিয়ে পড়বেন। আপনাদের এই ভাবনাকেই ভুল প্রমাণিত করতে হবে। আপনাদের প্রমাণ করতে হবে যে এই দেশ হার মানবে না।'          


কীসের ভিত্তিতে ইমরানের গ্রেফতারি 

প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক, রাজনৈতিক নেতার বিরুদ্ধে সোমবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সোমবার। ২০২২ সালের অগাস্টে এক মহিলা বিচারক ও  দুই পুলিশ আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে । এই মামলায়  বিচারক ইমরানকে গ্রেফতারের সময়সীমা দেন ২১ মার্চ। গত বছর আদালতে হাজির হয়ে বিচারপতির কাছে এই বিষয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবুও মিলল না রেহাই।


এছাড়াও আগে  থেকেই তোষাখানা দুর্নীতি মামলায় গ্রেফতারির খাঁড়া ঝুলছে ইমরানের মাথার উপর। এই মামলায় তলব সত্ত্বেও বারবার হাজিরা এড়িয়েছেন ইমরান । তাই আদালত  ইমরানের বিরুদ্ধে পৃথক গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেখানে বলা ছিল ইমরানকে গ্রেফতার করতে হবে ১৮ মার্চের মধ্যে। তবে মঙ্গলবার থেকে তোরজোড় থেকে ধারণা এখনই গ্রেফতার হতে পারেন ইমরান।  এই পরিস্থিতিতে লাহোর হাইকোর্ট বারের প্রেসিডেন্টের কাছে একটি চিঠি লিখেছেন ইমরান। তাতে তিনি জানিয়েছেন, আগামী ১৮ মার্চ  লাহোর হাইকোর্টে হাজির হবেন তিনি।  বুধবার তিনি এই আশ্বাস দেন। ইতিমধ্য়ে ইমরানের বিরুদ্ধে ৮১ টি মামলা রয়েছে সারা দেশে।