ইসলামাবাদ: কুলভূষণ যাদবকে চরবৃত্তির দায়ে পাকিস্তানের সামরিক আদালতের মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনা মাথাচাড়া দিয়েছে। এই প্রেক্ষাপটে ভারতকে বিঁধলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির জাঞ্জুয়া। কুলভূষণের মৃত্যুদণ্ড কার্যকর হলে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিণতি কী হবে, তা যেন মাথায় রাখে পাকিস্তান, গতকালই হুঁশিয়ারি দিয়েছে ভারত।
পাক শীর্ষকর্তাটি অভিযোগ করেন, ভারত কাশ্মীর ইস্যুকে দ্বিপাক্ষিক সমস্যা বলে মনে করে, কিন্তু তা নিয়ে আলোচনায় বসতে চাইছে না। এভাবে কিন্তু দ্বিপাক্ষিক আদানপ্রদানের চেতনাকেই নাকচ করছে তারা।
পাকিস্তানে নিযুক্ত কানাডার হাইকমিশনার পেরি কল্ডারউডের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। জাঞ্জুয়া কাশ্মীর পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে বলেন, শুধুমাত্র বলপ্রয়োগ করে নয়, মানসিকতা বদলে, মানুষের হৃদয়-মন জয় করেই অশান্তি, কট্টরপন্থা দূর করা যায়। তাঁকে উদ্ধৃত করে সরকারি পাক সংবাদসংস্থা এপিপি বলেছে, আমাদের পরস্পরের সঙ্গে যোগাযোগ বহাল রেখে বিতর্কের মীমাংসা করতে হবে। পাকিস্তান, ভারত চিরকাল তো শত্রুতা চালিয়ে যেতে পারে না।
আন্তর্জাতিক মহল ভারতের সঙ্গে তাদের কৌশলগত স্বার্থ অটুট রাখতেই কাশ্মীর সমস্যা উপেক্ষা করে চলেছে বলেও অভিমত জানান জাঞ্জুয়া।