ইসলামাবাদ: উরিতে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে ভারত ৫৬ বছরের পুরানো সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে। এই অবস্থায় বিশ্বব্যাঙ্কের দ্বারস্থ হল পাকিস্তানের পদস্থ আধিকারিকদের একট প্রতিনিধি দল।
পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আশতার আউসাফ আলির নেতৃত্বে  পাকিস্তান সরকারের একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কের সদর দফতরে সংস্থার আধিকারিকদের সঙ্গে দেখা করেন। ১৯৬০-এর এই চুক্তি বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতাতেই স্বাক্ষরিত হয়েছিল।
পাক সংবাদ চ্যানেল জিও জানিয়েছে, পাকিস্তান আন্তর্জাতিক আদালতেরও দ্বারস্থ হয়েছে।
জানা গিয়েছে, গত ১৯ আগস্ট ঝিলম ও চেনাবে ভারতের জলবিদ্যুত্ প্রকল্প সংক্রান্ত বিবাদ নিয়ে বিশ্বব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। বিশ্বব্যাঙ্কের আধিকারিকদের কাছে কোর্ট অব আর্বিট্রেশনের বিচারপতিদের নিয়োগ করার আর্জি জানিয়েছিল পাকিস্তান।
উল্লেখ্য, গতকালই পাক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ দাবি করেছিলেন যে, ভারত কিছুতেই এই চুক্তি একতরফা ভাবে বাতিল করতে পারে না। ভারত একতরফা ভাবে চুক্তি ভাঙলে তা যুদ্ধ ঘোষণা করার সমতুল হবে বলেও ইসলামাবাদ মন্তব্য করেছে।
সব মিলিয়ে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থানে চাপের মুখে পড়ে গিয়েছে।এই অবস্থায় তাদের ভরসা একমাত্র চিন। তাদের দাবি, ভারত সিন্ধু জলবণ্টন চুক্তি রদ করলে, সেক্ষেত্রে চিনও ব্রহ্মপুত্রের জল আটকে ভারতকে সমস্যায় ফেলতে পারে। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই দাবি করেছেন আজিজ।
উল্লেখ্য, এর আগেও কাশ্মীর ইস্যুতে বা পাকিস্তান আগ্রাসনের শিকার হলে চিন পাশে দাঁড়াবে বলে দাবি করেছিল ইসলামাবাদ। কিন্তু চিন বারেবারেই এই দাবি নস্যাত করে দিয়েছে।