ইসলামাবাদ: উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনা 'ভারতেরই পরিকল্পনাপ্রসূত', এমনই অদ্ভূত দাবি করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফ। পাক সংবাদপত্র ডন-কে তিনি বলেছেন, , এই হামলার ঘটনায় পাকিস্তানকে জড়ানো হলেও এর স্বপক্ষে এখনও কোনও প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর উরিতে হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় ১৮ জওয়ানের মৃত্যু হয়। এই হামলার জন্য ভারত পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদকে দায়ী করেছে। কিন্তু পাকিস্তান তা মানতে নারাজ। পাক প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, এটা 'স্পষ্ট' যে, ওই হামলার 'পরিকল্পনা রচনা করা হয়েছিল ভারতেই'।
সন্ত্রাসবাদের প্রশ্নে সারা বিশ্বেই মুখ পুড়েছে পাকিস্তানের। গতকাল রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেন, সীমান্ত পারের সন্ত্রাসবাদ সম্পর্কে ভারতের হাতে জলজ্যান্ত প্রমাণ রয়েছে। এই প্রসঙ্গে তিনি ধৃত জঙ্গি বাহাদুর আলির কথা উল্লেখ করেন।
সুষমার এই মন্তব্যের জবাবে পাকিস্তান ভারতীয় চর হিসেবে অভিযুক্ত কুলভূষণ যাদবের প্রসঙ্গ কেন উত্থাপন করছে না? এই প্রশ্নের উত্তরে আসিফ বলেছেন, এই ইস্যুটি গত কয়েকমাস ধরে প্রতিদিনই তুলছে পাকিস্তান। একইসঙ্গে বালুচ নেতা ব্রাহমদাঘ বুগতির প্রসঙ্গও পাকিস্তান তুলছে। পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, ভুয়ো পরিচয়পত্র প্রমাণ হিসেবে গ্রহণ করে নয়াদিল্লি বুগতিকে ভিসা দিয়েছে।
পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্রের তকমা দেওয়ার দাবিতে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হয়েছে। এতে পাকিস্তানের অস্বস্তি আরও বেড়েছে। এ ব্যাপারে আসিফ বলেছেন, প্রত্যেক দেশেই পাকিস্তান-বিরোধীরা রয়েছে। তবে তাদের দাবির প্রভাব নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের নীতির ওপর। আসিফ বলেছেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র ঘোষণা করার প্রমাণ হিসেবে কতিপয় লোকের দাবি পর্যাপ্ত নয়।
পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, সারা বিশ্ব জানে যে, ভারত কাশ্মীর বিতর্ক সমাধানে পাকিস্তানের মতো আগ্রহী নয়। তাঁর আরও দাবি, পাকিস্তানের বিরুদ্ধে সর্বত্র প্রচার স্বত্ত্বেও ভারত কোনও দেশেরই সমর্থন পাচ্ছে না।
পাক প্রতিরক্ষামন্ত্রীর দাবি, চিনও কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের বক্তব্যকে সমর্থন করেছে। যদিও চিন গতকালই জানিয়েছে, কাশ্মীর প্রশ্নে তাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। এর আগেও চিন কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের দাবি খারিজ করে দিয়েছিল।
উরিতে হামলার পরিকল্পনা ভারতেরই, দাবি পাক প্রতিরক্ষামন্ত্রীর
ABP Ananda, web desk
Updated at:
27 Sep 2016 08:26 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -