নয়াদিল্লি: পাকিস্তানকে সীমান্তপারের সন্ত্রাসবাদ বরদাস্ত করার নীতির অবসান ঘটাতে বলল আমেরিকা।ডন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। ওবামা প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে যে, অন্য দেশগুলিতে সন্ত্রাস ছড়ানোর কাজে যুক্ত গোষ্ঠীগুলিকে বরদাস্ত করার নীতি থেকে সরে আসতে হবে পাকিস্তানকে। পাকিস্তান ও আফগানিস্তানে নিযুক্ত বিশেষ মার্কিন দূত রিচার্ড ওলসন এ কথা বলেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের শীর্ষ নেতৃত্বকে মার্কিন আধিকারিকরা সাফ জানিয়ে দিয়েছেন যে, সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। পাকিস্তানের প্রতিবেশী দেশগুলিতে যারা হামলা চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও সক্রিয় হতে হবে। এক্ষেত্রে কোনও ভেদাভেদ চলবে না।
এর পাশাপাশি, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গেও মুখ খুলেছেন ওলসন। উল্লেখ্য, ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের অবস্থান নেতিবাচক। ওলসন বলেছেন, দিল্লি-কাবুল সম্পর্ককে পূর্ণ সমর্থন করে আমেরিকা। উল্লেখ্য, আগামী সপ্তাহে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে মার্কিন-ভারত-আফগানিস্তানের ত্রিপাক্ষিক আলোচনা হবে। ওলসন বলেছেন, আফনিস্তানকে ভারত যে প্রশিক্ষণ ও নিরাপত্তা সংক্রান্ত সহায়তার প্রস্তাব দিয়েছে, তাকে আমেরিকা স্বাগত জানাচ্ছে।
গত জুলাই মাসে পাক সেনা প্রধান জেনারেল রাহিল শরিফ আফগানিস্তানে হামলা চালাতে পাকিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। শরিফের ওই বিবৃতিকে স্বাগত জানিয়েছেন ওলসন।
সীমান্ত পারের সন্ত্রাস বরদাস্ত করার নীতির অবসান ঘটাতে হবে পাকিস্তানকে, সাফ জানাল আমেরিকা
ABP Ananda, web desk
Updated at:
16 Sep 2016 12:08 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -