ঝড়ের দাপটে চিনের রাস্তায় গড়াচ্ছে দৈত্যাকার ‘চাঁদ’! সবার চক্ষু চড়কগাছ
ABP Ananda, web desk
Updated at:
16 Sep 2016 09:41 AM (IST)
NEXT
PREV
বেজিং: রাস্তায় নেমে এসেছে দৈত্যাকার ‘চাঁদ’! গড়িয়ে যাচ্ছে, মাড়িয়ে যাচ্ছে গাড়ি-ঘোড়া-মানুষকে। সবার চক্ষু চড়কগাছ! চাঁদের হাত থেকে বাঁচতে কে কী করবেন খুঁজে পাচ্ছেন না। আসলে, চিনের মধ্য-শরতের বিশেষ উত্সবে বিপত্তি বাধিয়েছে টাইফুন মেরান্তি। হাওয়ার দাপটে রাস্তায় নেমে এসেছে চাঁদের আদলে তৈরি অতিকায় বেলুন। বুধবার দক্ষিণ চিনের ফুজিয়ান এলাকার রাস্তায় নেমে আসে বেলুনটি। প্রতিবারের মতো এবারও ১৫ সেপ্টেম্বর চিনে পালিত হচ্ছে মধ্য-শরতের বিশেষ চাঁদ উত্সব। সেই উপলক্ষ্যেই তৈরি করা হয়েছিল বিশালাকার চাঁদ। হাওয়ার দাপটে রাস্তায় গড়িয়ে এসে বিপত্তি বাধানোয় উত্সবের চাঁদ চিন্তায় ফেলেছে চিনের ফুজিয়ান এলাকার মানুষকে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -