ইসলামাবাদ: ঢাকার গুলশনের কাফেতে সন্ত্রাসবাদী হামলায় আইএসআইয়ের যোগসাজশের তত্ত্ব খারিজ করে দিল পাকিস্তান। এক বিবৃতিতে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া গত শুক্রবারের ঘটনায় তাঁর দেশের গোয়েন্দা সংস্থার হাত থাকার অভিযোগ উড়িয়ে বলেন, এসব ‘ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক’ কথাবার্তা।

তিনি ভারতীয় মিডিয়াকে কাঠগড়ায় তোলেন। বলেন, ভারতীয় মিডিয়ায় এ ধরনের অত্যন্ত দুঃখজনক, দায়িত্বজ্ঞানহীন, প্ররোচনামূলক খবর ছাপা হচ্ছে। একেবারেই ভিত্তিহীন, অসার অভিযোগ। পাকিস্তান দৃঢ় ভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করছে।

ভারতীয় মিডিয়ার ‘বদনাম, কুত্সা করার অভিপ্রায়’ রয়েছে বলে উল্লেখ করে তার প্রমাণ হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের উপদেষ্টা গৌহর রিজভির বিবৃতির আশ্রয় নেন জাকারিয়া। গুলশনের হামলায় তিনি পাকিস্তানকে দায়ী করেছেন বলে মিডিয়া রিপোর্টে বেরনো খবর রিজভি অস্বীকার করেছেন, বিবৃতিতে জানান জাকারিয়া। বলেন, প্রফেসর রিজভি বাংলাদেশে পাক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন এ কথাটা জানিয়ে দিতে যে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে কোনও বিবৃতি দেননি, ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর মিথ্যা। তিনি পাক হাই কমিশনারকে বিষয়টি পাক সরকারকেও জানিয়ে দিতে বলেছেন, যাতে দুটি দেশের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি না হয়। রিজভি ঠিক সময়মতো মিডিয়া রিপোর্ট নাকচ করায় পাকিস্তান তাঁর প্রশংসা করছে বলেও বিবৃতিতে জানিয়েছেন জাকারিয়া।

পাকিস্তান কঠোর ভাষায় ঢাকার সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছে, বাংলাদেশ সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম মানুষজনের সঙ্গে সহমর্মিতা পোষণ করছে, নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা, সহানুভূতি, শোক জানাচ্ছে বলেও বিবৃতিতে জানান জাকারিয়া।