সরকারি সূত্র বলেছে, পাকিস্তান আকাশপথে যাবতীয় নিয়ন্ত্রণ তুলে নিতে নোটাম জারি করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতও সঙ্গে সঙ্গে সংশোধিত নোটাম প্রকাশ করে। এর ফলে ভারত, পাকিস্তানের মধ্যে সব রুটে স্বাভাবিক বিমান চলাচল পুনরায় শুরু হচ্ছে। কয়েক ঘন্টা পর ভারতের অসামরিক বিমান মন্ত্রক জানায়, বন্ধ থাকা আকাশপথ ব্যবহার করছে বিমানগুলি, যা বিমান সংস্থাগুলিকে বিরাট সমস্যা থেকে মুক্তি দিয়েছে। মন্ত্রকের ট্যুইটার হ্যান্ডলে বলা হয়েছে, দারুণ খবর এটা। বিমানযাত্রীদের কাছেও বিরাট স্বস্তির ব্যাপার। সূত্রে বলা হয়েছে, পাকিস্তান তাদের আকাশপথ দিয়ে সব বিমান যাওয়ার অনুমতি দিয়েছে। ভারতীয় বিমান সংস্থাগুলি শীঘ্রই পাক আকাশপথে স্বাভাবিক রুট ব্যবহার করা শুরু করবে।
পাকিস্তান তাদের আকাশপথ বন্ধ রাখায় চরম বিপাকে পড়া এয়ার ইন্ডিয়া স্বস্তি পাবে। একাধিক আন্তর্জাতিক ফ্লাইট নতুন নতুন রুটে ঘুরিয়ে দিতে হয়েছে বলে ২ জুলাই পর্যন্ত প্রায় ৪৯১ কোটি টাকা লোকসান হয় তাদের। একাধিক বেসরকারি বিমান কোম্পানিরও কমবেশি ক্ষতি হয়।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪১ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর জেরে পাল্টা ভারতীয় বায়ুসেনা বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ ঘাঁটিতে হামলা করলে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান তাদের আকাশপথ পুরোপুরি বন্ধ করে দেয়। পরে ১১টি রুটের মধ্যে মাত্র ২টি তারা খোলা রাখে, সেদুটি দেশের দক্ষিণ অংশ দিয়ে গিয়েছে। ভারতীয় বায়ুসেনা ৩১ মে জানায়, বালাকোট অভিযানের পর ভারতের আকাশপথে জারি করা যাবতীয় সাময়িক বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। তবে এতে বেশিরভাগ বিমান সংস্থারই সুবিধা না হওয়ায় তারা অপেক্ষা করছিল, কবে পাকিস্তানের আকাশপথ পুরোপুরি খুলে যাবে।
সম্প্রতি পাকিস্তানের বিমান উড়ান সচিব শাহরুখ নুসরত নিজের দেশের এক সংসদীয় প্যানেলকে জানান, ভারত তাদের সামনের দিকে ঘাঁটিগুলি থেকে জেট বিমান না সরালে পাকিস্তানও তার আকাশপথে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।