টাকা-পয়সা নিয়ে গোলমালের জের, পাকিস্তানে নিউজ অ্যাঙ্করকে গুলি করে খুন
Web Desk, ABP Ananda | 10 Jul 2019 04:34 PM (IST)
অভিযুক্ত ব্যক্তি নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
করাচি: ব্যক্তিগত শত্রুতার জেরে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের নিউজ অ্যাঙ্করকে গুলি করে খুন করা হল। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে মুরিদ আব্বাস নামে ওই নিউজ অ্যাঙ্করের সঙ্গে কয়েকজনের টাকা-পয়সা নিয়ে বচসা হয়। এর জেরে করাচির খায়াবান-ই-বুখারি অঞ্চলে শুরু হয়ে যায় সংঘর্ষ। আব্বাস ও তাঁর বন্ধুকে গুলি করে এক ব্যক্তি। আব্বাসের বুকে ও পেটে কয়েকটি গুলি লাগে। তাঁকে ও তাঁর বন্ধুকে বাঁচানো সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তি নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তবে তাকে ধরে ফেলে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। তার অবস্থা আশঙ্কাজনক। সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ ইরান সফরে গিয়েছেন। সেখান থেকেই তিনি প্রশাসনকে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। সিন্ধের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কলিম ইমাম এই ঘটনা নিয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন। তিনি ফরেন্সিক তদন্তেরও নির্দেশ দিয়েছেন।