ইসলামাবাদ: ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত, দ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। কেন্দ্রের এনডিএ সরকার জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজনের সিদ্ধান্তও নিয়েছে। পাকিস্তান এর তীব্র বিরোধিতা করে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইলেও ভারত বরাবরের মতো স্পষ্ট বলছে, কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক ইস্যু, কোনও তৃতীয় পক্ষের ভূমিকা নেই এখানে। পাল্টা আজ ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সল সাংবাদিক সম্মেলনে বলেন, অনেক দেশ থেকেই কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব আসছে। কিন্তু ভারত সেসব গ্রহণ না করা পর্যন্ত কোনও অগ্রগতি হবে না। ভারত মানলেই কিছু হতে পারে।
প্রসঙ্গত, জুলাইয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর প্রশ্নে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধের উত্তরেই তিনি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। যদিও মোদির ট্রাম্পকে এমন কোনও প্রস্তাব দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করে ভারতের বিদেশমন্ত্রক।
কাশ্মীরে ‘কার্ফুর মতো পরিস্থিতি’ রয়েছে বলে দাবি করে ভারত সেখানে চরম মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন ফয়সল। নরেন্দ্র মোদির বিরুদ্ধে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের হুঙ্কার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মোদি সম্পর্কে আমাদের প্রধানমন্ত্রী যা-ই বলুন, তা সমর্থন করি।
পাকিস্তান কর্তারপুর করিডরকে সময়মতো চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান পাক মুখপাত্রটি।
এদিকে আন্তর্জাতিক স্তরে কাশ্মীর ইস্যুতে শোরগোল তুলতে দলীয় কর্মী ও প্রবাসী পাকিস্তানিদের আহ্বান জানিয়েছেন ইমরান। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, সব আন্তর্জাতিক মঞ্চে তারা কাশ্মীর ইস্যু তুলবে। বুধবার ইমরান দলের প্রবাসী শাখার সেক্রেটারি আবদুল্লা রিয়ারের সঙ্গে বৈঠকে দলীয় নেতা, কর্মীদের নির্দেশ দেন, সামনের মাসে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে নিউইয়র্কে এলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিক্ষোভ দেখাতে হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
অনেক দেশ থেকেই কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব আসছে, ভারত মানলেই অগ্রগতি সম্ভব, বলল পাকিস্তান, নিউইয়র্কে মোদিকে বিক্ষোভ দেখাতে দলীয় নেতা, কর্মীদের নির্দেশ ইমরানের
Web Desk, ABP Ananda
Updated at:
22 Aug 2019 03:05 PM (IST)
জুলাইয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর প্রশ্নে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুরোধের উত্তরেই তিনি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। যদিও মোদির ট্রাম্পকে এমন কোনও প্রস্তাব দেওয়ার কথা পুরোপুরি অস্বীকার করে ভারতের বিদেশমন্ত্রক।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -