১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে নীরব মোদী

মার্চে গ্রেফতার হয়েছেন নীরব, এই মুহূর্তে তিনি দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্সওয়ার্থ জেলে বন্দি।

Continues below advertisement
লন্ডন: পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত করা হল। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার জালিয়াতিতে অভিযুক্ত, ফেরার এই হীরে ব্যবসায়ীর প্রত্যর্পণ চেয়েছে ভারত। বৃহস্পতিবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে শুনানি ছিল মামলার। ভারত সরকার তাঁর প্রত্যর্পণ চেয়ে যে মামলা করেছে তার শুনানির তারিখ সম্পর্কেও জানানো হয় নীরবকে। বিচারক বলেন, ২০২০ সালের ১১ মে থেকে পাঁচদিন চলবে প্রত্যার্পণ মামলার শুনানি। মার্চে গ্রেফতার হয়েছেন নীরব, এই মুহূর্তে তিনি দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ান্সওয়ার্থ জেলে বন্দি। সেখান থেকে ভিডিওলিঙ্কের মাধ্যমে শুনানিতে যোগ দেন তিনি। ইংল্যান্ডের আইন অনুযায়ী প্রতি চার সপ্তাহ অন্তর অন্তর নীরব মোদীর আদালতে হাজিরা দেওয়ার কথা। এর আগে বহুবার তাঁর জামিনের আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, এমনকী গত মাসেও জামিনের আবেদন ফিরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের হাইকোর্ট। রয়্যাল কোর্টস অফ জাস্টিসের বিচারপতি ইনগ্রিড সিমলার বলেছেন, জামিন দেওয়া হলে নীরব যে আবার গা ঢাকা দেবেন না, তার কোনও নিশ্চয়তা নেই, তথ্য প্রমাণ তাই বলছে। তথ্যপ্রমাণ নষ্টের চেষ্টা চলেছে, তা আবারও হতে পারে বলে জানিয়েছে আদালত। ১৯ মার্চ স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেফতার করে মোদীকে। তখন থেকে তিনি জেলে রয়েছেন।
Continues below advertisement
Sponsored Links by Taboola