ইসলামাবাদ: কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে জরুরী বৈঠকের আবেদন জানাল পাকিস্তান। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের কাছে কাশ্মীর ইস্যুতে জরুরী বৈঠকের আর্জি জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, এই চিঠি নিরাপত্তা পরিষদের সকল সদস্যের কাছেই পাঠানো হয়েছে।


চিঠিতে পাক বিদেশমন্ত্রী লিখেছেন, “সম্প্রতি ভারত যে সিদ্ধান্ত কার্যকর করেছে, তা অবৈধ এবং রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবের বাইরে। আমি নিরাপত্তা পরিষদকে অনুরোধ করছি, এই ইস্যুতে আলোচনার জন্য একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হোক।”


প্রসঙ্গত, গত সোমবার সংবিধানের ৩৭০ ধারাকে বিলোপ করে জম্মু-কাশ্মীর বিশেষ রাজ্যের মর্যাদা তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে ধারা ৩৫-এ-ও। এই ধারাগুলো বিলোপের পর কেন্দ্র আন্তর্জাতিক মহলকে ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দিয়েছে, কাশ্মীর দেশের অভ্যন্তরীণ ইস্যু, এখানে তৃতীয় কারও নাক গলানো ভাল চোখে দেখা হবে না। পাকিস্তানের দাবি, ভারতের  এই সিদ্ধান্তে ভূ-স্বর্গের শান্তি বিঘ্নিত হবে। যদিও ভারত প্রতিবেশী রাষ্ট্রের এই দাবি খণ্ডন করে সাফ জানিয়ে দিয়েছে, জন্মু-কাশ্মীর ভারতের ঘরোয়া ব্যাপার, পাকিস্তান যত তাড়াতাড়ি এটা মেনে নেবে, ততই মঙ্গল। এই বাস্তব পাকিস্তানকে মানতেই হবে।


পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির দাবি, ভারতের এই ‘একতরফা’ সিদ্ধান্তে জম্মু-কাশ্মীরের মানুষের স্বাধিকার ভঙ্গ হয়েছে। একই সঙ্গে, তিনি কাশ্মীরিদের পাশে থাকার বার্তাও দিয়েছেন।