ওয়াশিংটন: হাফিজ সঈদকে যাতে ফের গ্রেফতার করা হয়, তাঁর অপরাধের জন্য তিনি দোষী সাব্যস্ত হন, পাকিস্তানকে তা সুনিশ্চিত করতে বলল আমেরিকা। গতকাল রাতে আদালতের রায়ে বাইরে বেরিয়ে জানুয়ারি থেকে গৃহবন্দি থাকা সঈদ ভারতকে হুঙ্কার দিয়ে কাশ্মীর নিয়ে সরব হয়েছে।
সেই প্রেক্ষাপটেই মার্কিন বিদেশমন্ত্রকের মুখপাত্র হিথার নওয়ার্ট বলেন, লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ সঈদকে পাকিস্তানে গৃহবন্দি দশা থেকে মুক্ত করে দেওয়ার খবরে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। লস্কর একটি তালিকাভুক্ত বিদেশি সন্ত্রাসবাদী গোষ্ঠী যারা সন্ত্রাসবাদী হামলায় কয়েকশ নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী, যাদের মধ্যে অনেক মার্কিন নাগরিকও আছেন। পাক সরকার সুনিশ্চিত করুক, সঈদ গ্রেফতার হবেন, তাঁর অপরাধের সাজা হবে।
আমেরিকা আগেই মু্ম্বই হামলার মাস্টারমাইন্ডের মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে। ২০০৮ সালের মে মাসে মার্কিন অর্থ দপ্তর সঈদকে বিশেষ তকমা পাওয়া আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করে।