ইসলামাবাদ: চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পের আওতায় থাকা সমুদ্রপথের সুরক্ষায় বিশেষ নৌ বাহিনী তৈরি করেছে পাকিস্তান। চিনের পশ্চিম অংশকে আরব সাগরের সঙ্গে জুড়ে দেবে ৪৬০০ কোটি মার্কিন ডলার অর্থমূল্যের এই প্রকল্প।


গোয়াদরে তৈরি হয়েছে এই গভীর সমুদ্র বন্দর। সেখানেই সিপিইসি নিয়ে হওয়া আন্তর্জাতিক নৌ বিষয়ক সম্মেলনে ওই বিশেষ বাহিনী গড়ার খবর ঘোষণা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল জাকাউল্লাহ, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল সোহেইল আমনও।
পাক সংবাদপত্র 'দি ডন' প্রথম সারির পাক নৌ বাহিনীর এক অফিসারকে উদ্ধৃত করে জানিয়েছে, গোয়াদর বন্দরের নৌ সুরক্ষা ও সংলগ্ন সমুদ্রপথকে প্রচলিত ও অপ্রচলিত, সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে গড়ে তোলা এই বিশেষ বাহিনীকে টাস্ক ফোর্স-৮৮ (টিএফ-৮৮) নাম দেওয়া হয়েছে। এতে থাকছে একাধিক জাহাজ, দ্রুত অভিযান, আক্রমণ চালানোর ক্ষমতাসম্পন্ন যান, বিমান, ড্রোন ও নজরদারি চালানোর যন্ত্রপাতি।
পাক সূত্রে বলা হয়েছে, করিডর প্রকল্পটি কার্যকর হওয়ায় তার প্রাণকেন্দ্র গোয়াদর বন্দর ও সমুদ্রপথে তত্পরতা, কার্যকলাপ অনেক বেড়ে যাবে। তার সঙ্গেই বাড়তে পারে সমুদ্রপথে আসা বিপদের সম্ভাবনাও। সে কথা মাথায় রেখেই বিশেষ নৌ বাহিনী গড়া প্রয়োজন হয়ে পড়েছিল।
বিশেষ বাহিনীর পাশাপাশি নৌ বাহিনীর জওয়ানদেরও নিরাপত্তার জন্য গোয়াদর বন্দরের আশপাশে ও সমুদ্রপথে মোতায়েন করা হবে।