২ সপ্তাহে ৫ বার! ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’, ইসলামবাদে ডেপুটি হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ পাকিস্তানের
Web Desk, ABP Ananda | 08 Nov 2016 03:18 PM (IST)
ইসলামাবাদ: নিয়ন্ত্রণ রেখা, আন্তর্জাতিক সীমান্তে লাগাতার ভারতীয় জওয়ানদের চৌকি, এপারের গ্রাম টার্গেট করে গুলিবর্ষণ চালাচ্ছে পাকিস্তানি বাহিনী, আবার পাকিস্তানই তাদের ওপর হামলার অভিযোগে কাঠগড়ায় তুলছে ভারতকে। গতকাল নিকিয়াল ও জান্দরোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ‘বিনা প্ররোচনায়’ ভারতীয় জওয়ানদের গুলিবর্ষণে তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছে, ৫ বছরের একটি বাচ্চা সহ চারজন জখম হয়েছে বলে ইসলামাবাদে ভারতের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে জানিয়ে দিয়ে ক্ষোভ প্রকাশ করল পাকিস্তান। আরও পড়ুন-- ‘অবাঞ্ছিত’ ৩ ভারতীয় হাই কমিশন কর্মী পাকিস্তান ছাড়লেন, বলছে রিপোর্ট বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় ডেপুটি হাই কমিশনার জে পি সিংহকে আজ তলব করে ডিরেক্টর জেনারেল (দক্ষিণ এশিয়া ও সার্ক) ডঃ মহম্মদ ফয়জল জানিয়ে দিয়েছেন, ভারত যেন ২০০৩-এর সংঘর্ষবিরতি সংক্রান্ত বোঝাপড়া মেনে চলে, ক্রমাগত ঘটে চলা যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলি তদন্ত করে দেখে, ভারতীয় জওয়ানদেরও যুদ্ধবিরতি চুক্তি অক্ষরে অক্ষরে মেনে চলে পাকিস্তানি গ্রামগুলিকে টার্গেট করা থেকে বিরত থেকে নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে বলে। এই নিয়ে ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে গত দু সপ্তাহে পাঁচবার ডেকে পাঠিয়ে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবাদ জানাল পাক বিদেশমন্ত্রক। তাঁকে এর আগে গত ২৫, ২৬, ২৮ অক্টোবর ও ১ নভেম্বর তলব করে তারা। এর পাশাপাশি গত ২৭ অক্টোবরও ইসলামাবাদে পাক বিদেশমন্ত্রকে ভারতীয় হাই কমিশনার গৌতম বাম্বাওয়ালেকে তলব করেন পাক বিদেশসচিব আইজাজ চৌধুরি। এক ভারতীয় হাইকমিশন কর্মীকে তাঁরা অবাঞ্ছিত ঘোষণা করেছেন, বাম্বাওয়ালেকে সে কথা জানিয়ে দেন পাক বিদেশ সচিব।