ইসলামাবাদ: পরম মিত্র বটে, কিন্তু ধর্মের মতো গুরুত্বপূর্ণ ব্যাপারে চিন তার দেশের মুসলিমদের প্রতি বিধিনিষেধ জারি করেছে, এমন খবরে বিচলিত পাকিস্তান।
কেন চিনের মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে রমজানের উপবাসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বা আদৌ এমন কোনও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে চিন রওনা হল পাকিস্তানের ধর্মীয় বিষয় সংক্রান্ত মন্ত্রকের প্রতিনিধিদল। কেন চিনা কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে, তা জানার জন্য রওনা হওয়া পাক দলটিতে রয়েছেন ডিরেক্টর জেনারেল (রিসার্চ) নূর ইসলাম শাহ ও ফয়সল মসজিদের প্রধান মৌলবি জিয়াউর রহমান। মন্ত্রকের এক কর্তাকে উদ্ধৃত করে ‘এক্সপ্রেস ট্রিবিউন’-এর খবর, প্রকৃত তথ্য জানতে জিনজিয়াং-এ দল পাঠানোর জন্য পাক সরকারকে আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দিয়েছে বেজিং-ই।
সম্প্রতি শোনা যায়, জিনজিয়াং-এর সরকারি আমলা, পড়ুয়া, বাচ্চাদের রমজানের সময় উপবাস করা নিষিদ্ধ করেছে চিন। রমজানের শুরুতেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। পাকিস্তানে এ খবরে প্রতিক্রিয়া ছড়ায়। যদিও চিন সরকার এ কথা ভিত্তিহীন বলে দাবি করে। তাদের তরফে নিষেধাজ্ঞার খবর উড়িয়ে জানিয়ে দেওয়া হয়, চিনের সংবিধানে ধর্মাচরণের স্বাধীনতার গ্যারান্টি রয়েছে।
প্রসঙ্গত, গোটা চিনে ২ কোটি মুসলিমের বাস। জিনজিয়াং-এই থাকেন ১ কোটি উইঘুর মুসলিম।
রমজানের উপবাসে নিষেধ! চিনে প্রতিনিধিদল পাঠাল পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2016 10:12 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -