কায়রো: প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ভূমধ্যসাগরের ওপর উধাও হয়ে গেল ইজিপ্ট এয়ারের একটি বিমান। এতে মোট ৬৬জন ছিলেন, তাঁদের মধ্যে ২৬জন বিদেশি। স্থানীয় সময় পৌনে তিনটে নাগাদ মিশরের বায়ুসীমায় ঢোকে বিমানটি। কিন্তু ভূমধ্যসাগরের ৩৭,০০০ ফুট ওপর দিয়ে ওড়ার সময় আচমকাই সেটি রাডার থেকে উধাও হয়ে যায়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ানটিতে ৫৬জন যাত্রী ছিলেন আর ১০জন বিমানকর্মী। এঁদের মধ্যে ৩০জন মিশরীয়, বাকিরা বিদেশি। তাঁদের মধ্যে আবার ১৫জনই ফ্রান্সের নাগরিক। বিমানটির দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে ফরাসি প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনও সম্ভাবনাই অস্বীকার করা যাচ্ছে না।
নিখোঁজ বিমানের সন্ধানে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে মিশর সেনা। আশঙ্কা করা হচ্ছে, সমুদ্রেই আছড়ে পড়েছে সেটি। তবে এই মুহূর্তে মিশর উপকূলের উত্তরদিকেই সন্ধান সীমাবদ্ধ রাখা হয়েছে।
এর আগে মার্চে আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে একটি ইজিপ্ট এয়ারের উড়ান হাইজ্যাক করে সেটিকে সাইপ্রাসে নিয়ে যেতে বাধ্য করে এক ব্যক্তি। পরে দাবি করে, প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা করতেই এমন পদক্ষেপ নেয় সে।
ফের দুর্ঘটনায় বিমান? ভূমধ্যসাগরে ৬৬জনকে নিয়ে উধাও ইজিপ্ট এয়ারের উড়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2016 08:40 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -