ইসলামাবাদ: ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর এক বছর কেটে গিয়েছে। কিন্তু তাঁর পক্ষে পাকিস্তানের অর্থনীতির উন্নতি করা সম্ভব হয়নি। উল্টে আর্থিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই অবস্থায় মরিয়া হয়ে দেশে বিনিয়োগ টানার লক্ষ্যে বেলি ড্যান্সারদের কাজে লাগাচ্ছে ইমরান প্রশাসন। সম্প্রতি আজারবাইজানের বাকুতে বাণিজ্য সম্মেলনের আয়োজন করেছিল পাকিস্তানের সরহদ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এই বাণিজ্য সম্মেলনের প্রধান আকর্ষণ ছিল বেলি ড্যান্স। সোশ্যাল মিডিয়ায় বেলি ড্যান্সের এই ছবি ভাইরাল। অনেকেই পাক প্রশাসনকে ব্যঙ্গ করছেন।



২০১৮-১৯ অর্থবর্ষে পাকিস্তানের রাজস্ব ঘাটতি বেড়ে হয় ৮.৯ শতাংশ। চিন, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব বেলআউট প্যাকেজের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিকে চাঙা করার চেষ্টা করছে। এ বছরের মে মাসে আন্তর্জাতিক অর্থভাণ্ডারও পাকিস্তানকে ৬০০ কোটি মার্কিন ডলারের বেলআউট প্যাকেজ দেওয়ার কথা জানিয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ইমরান দেশের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। গ্যাস, পেট্রোপণ্য ও বিদ্যুতের দাম অনেক বেড়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।