নয়াদিল্লি: জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর মরিয়া হয়ে একাধিক পদক্ষেপ নিচ্ছে পাকিস্তান। এবার জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে গোপনে ছেড়ে দিল ইমরান খান প্রশাসন। সূত্রের খবর, মুক্তি পাওয়ার পরই জম্মু-কাশ্মীরে বড়সড় নাশকতা চালানোর জন্য জঙ্গিদের নির্দেশ দিয়েছে মাসুদ। তার বার্তা, ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর সরাসরি হামলা চালাতে হবে। ছিনিয়ে নিতে হবে জওয়ানদের আগ্নেয়াস্ত্র। পরিচয় গোপন রাখার ব্যাপারে জঙ্গিদের আরও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে মাসুদ। ইন্টারনেট বন্ধ থাকলে, ফোন বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে নিষেধ করা হয়েছে। সেক্ষেত্রে সরাসরি দেখা করে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছে মাসুদ। পরিচয় লুকোতে স্থান বদলের নির্দেশও দেওয়া হয়েছে।


আরও জানা গিয়েছে, শিয়ালকোট সীমান্তে সেনা জওয়ানদের সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। শিয়ালকোট-জম্মু ও রাজস্থানে হামলা চালানোর ছক করছে পাকিস্তান। সেই কারণেই সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সতর্ক ভারতীয় সেনাবাহিনী।