ইসলামাবাদ: পাকিস্তানের মুখে ফের হুমকি। উরির ঘটনার পর ৫৬ বছরের পুরানো সিন্ধু জলবন্টন চুক্তি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছে ভারত। ক্ষিপ্ত পাকিস্তানের ঘোষণা, ভারত এই চুক্তি লঙ্ঘন করলে তার শর্ত মেনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। পাকিস্তান পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে বলেও তাঁকে উদ্ধৃত করে জানিয়েছে রেডিও পাকিস্তান। কাশ্মীরে ‘যে অত্যাচার চলছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে’, তা থেকে নজর ঘোরাতে ভারত ‘মরিয়া চেষ্টা চালাচ্ছে’ বলেও দাবি করেন জাকারিয়া। জানান, আন্তর্জাতিক মঞ্চগুলিতে কাশ্মীরে ভারতের নৃশংসতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলছে পাকিস্তান। এর সামগ্রিক আশাব্যঞ্জক ফলও পাওয়া গিয়েছে।


এক প্রশ্নের জবাবে চলতি বছরে ভারত ৯০ বারের বেশি নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি ভেঙেছে বলেও দাবি করেন জাকারিয়া। এদিন তিনি এ প্রসঙ্গে জানান, গতকাল গভীর রাতে নিয়ন্ত্রণ রেখায় কারেলা সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে ভারত। আবদুল রহমান নামে ২৮ বছরের এক ব্যক্তি প্রাণ হারান, শিশু ও মহিলা সমেত জখম হয় ১২ জন। এরপরই ভারতীয় ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠিয়ে ‘ভারতীয় বাহিনীর বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘনের’ নিন্দা করে অবিলম্বে তদন্ত দাবি করা হয়। পাক বিদেশ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতকে ঘটনাটি তদন্ত করে কী পাওয়া গেল, তা পাকিস্তানকে জানাতে বলা হয়েছে। ভারতের অবশ্যই উচিত তার বাহিনীকে যুদ্ধবিরতিকে অক্ষরে অক্ষরে মর্যাদা দিতে বলা, ইচ্ছা করেই গ্রামগুলিকে নিশানা করা থেকে বিরত থকাতে বলা উচিত সেনাকে, নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বলা উচিত ওদের।