ইসলামাবাদ: উরি হামলা, তার পাল্টা সার্জিক্যাল স্ট্রাইকের জেরে ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার পারদ তুঙ্গে। তার মধ্যেই শুক্রবার থেকে পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল ও রেডিও সম্প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে বাতিল হবে লাইসেন্স। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) জানিয়েছে, ফেডারেল সরকারের নির্দেশমতো ২১ অক্টোবর থেকে ভারতীয় টিভি, রেডিওর কনটেন্ট সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক বিবৃতিতে পেমরা বলেছে, ২১ অক্টোবর বেলা তিনটে থেকে নিষেধাজ্ঞা জারি হবে, যেসব রেডিও, টিভি চ্যানেল তা মানবে না, আগাম কারণ দর্শানোর নোটিস না দিয়েই বাজেয়াপ্ত করা হবে তাদের লাইসেন্স। পাকিস্তানে কেবল, রেডিওতে সম্প্রচারিত যাবতীয় ভারতীয় কনটেন্ট দেখানো যাবে না। ২০০৬ সালে প্রাক্তন সেনাপ্রধান পারভেজ মুশারফের সরকার ভারতীয় মিডিয়াকে যে স্বত্ব দিয়েছিল, তাও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পাক কর্তৃপক্ষ।
অধিকাংশ পাক চ্যানেলে সরকারের অনুমোদিত ৫ শতাংশের চেয়ে অনেক বেশি বিদেশি কনটেন্ট ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পেয়ে আগেই ভারতীয় কন্টটেন্টের ক্ষেত্রে কঠোর হওয়ার সিদ্ধান্ত নেয় পেমরা। গত ৩১ আগস্ট এই নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়ে দেয়, অনুমোদিত মাত্রার চেয়ে বেশি বিদেশি কনটেন্ট দেখানো সব চ্যানেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে, যেসব ব্যবসায়ী বেআইনি ডিটিএইচ সেট বিক্রি করছে, তারাও রেহাই পাবে না। অক্টোবরের শুরুতেই পেমরা তাদের চেয়ারম্যান আবসার আলমকে ভারতীয় কনটেন্ট ব্যবহার করা সংস্থাগুলির লাইসেন্স বাতিল বা সাসপেন্ড করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়।
কাল থেকে ভারতীয় চ্যানেল, রেডিও সম্প্রচারে পুরোপুরি নিষেধাজ্ঞা কার্যকর পাকিস্তানে
Web Desk, ABP Ananda
Updated at:
20 Oct 2016 05:45 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -