লাহোর: স্বামী আবদার ধরেছে, কান থেকে সোনার দুল খুলে দিতে হবে তাকে। রাজি হননি স্ত্রী। এই অপরাধে তাঁর যৌনাঙ্গে ছুরি চালিয়ে পতিদেবতা ক্ষতবিক্ষত করে দিল। পাকিস্তানের ডেরা গাজি খাঁয়ে এই ঘটনা ঘটেছে।
ঘটনার দিন ভাইয়ের সঙ্গে পাশের গ্রামে যাচ্ছিলেন মহিলার বাবা জামিল আহমেদ। তখন মেয়ের বাড়ি থেকে তিনি বিকট আর্তনাদ শুনতে পান। ছুটে গিয়ে দেখেন, দরজা তালা বন্ধ। অভিযোগ, দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, মেয়ে রক্তের স্রোতে ভাসছেন, তাঁর জামাই তখনও মেয়ের গোপনাঙ্গে চালাচ্ছেন ছুরি।
অভিযুক্তকে গ্রেফতার করেছেন বর্ডার মিলিটারি পুলিশ। অভিযোগ, স্বামী ছাড়াও আরও একজন ঘটনার সময় ওই বাড়িতে ছিল। মহিলার বাবা দরজা ভেঙে ভেতরে ঢুকলে সে চম্পট দেয়। জামিল আহমেদের অভিযোগ, তাঁর মেয়ের সন্তান না হওয়াতেও স্বামী মারধর করত তাঁকে। ওই মহিলা আপাতত স্থানীয় তেহসিল হেডকোয়ার্টার্স হাসপাতালে ভর্তি। অভিযুক্তকে জেরা করছে পুলিশ।
সোনার দুল দিতে না চাওয়ায় পাকিস্তানে স্বামী ছুরিতে ক্ষতবিক্ষত করল স্ত্রীর যৌনাঙ্গ
ABP Ananda, Web Desk
Updated at:
22 Mar 2018 11:36 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -