সান ফ্রান্সিসকো: কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। ফেসবুক ভুল করেছে বলে মন্তব্য করেছেন তিনি, বলেছেন, ফেসবুক ব্যবহারকারীদের বিশ্বাসভঙ্গ করেছে তাঁর প্রতিষ্ঠান।

তথ্য চুরি সম্পর্কে জুকেরবার্গকে হুঁশিয়ারি দিয়েছে ভারত সরকার। বলেছে, দরকারে তাঁকে এ দেশে এসে তদন্তের মুখোমুখি হওয়ার জন্য সমন পাঠানো হবে। এ দেশের নির্বাচনী প্রক্রিয়ার ওপর আইনবহির্ভূতভাবে প্রভাব খাটানোর চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

এরপর জুকেরবার্গ বলেন, ভারতে বিরাট নির্বাচন হতে চলেছে, ব্রাজিলেও। এই ভোটগুলি যাতে স্বচ্ছভাবে হতে পারে, তার জন্য যা করার সব করবে ফেসবুক।তবে মার্কিন প্রেসিডেন্ট ভোটে যে রাশিয়া নাক গলানোর চেষ্টা করে তা স্বীকার করে নেন তিনি।

ফেসবুকে জুকেরবার্গ লিখেছেন, কেমব্রিজ অ্যানালিটিকা সংক্রান্ত অভিযোগ নিয়ে তিনি জানাতে চান, এ ব্যাপারে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে, করা হবে ভবিষ্যতেও। তিনি খতিয়ে দেখছেন ঠিক কী ঘটেছে আর আগামীতে যেন এমন ঘটনা আর না ঘটে।

জুকেরবার্গ বলেছেন, এ ধরনের তথ্য ফাঁস আটকাতে তাঁরা বহু বছর আগেই ব্যবস্থা নিয়েছিলেন তাঁরা। কিন্তু কিছু ভুলও হয়েছিল, তথ্য ফাঁস রুখতে আরও ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিটিশ কনসাল্টিং সংস্থা কেমব্রিজ অ্যানাটিলিকার বিরুদ্ধে অভিযোগ, রাজনীতিকদের সুবিধে করে দিতে ৫ কোটি ফেসবুক ব্যবহারকারীর গোপন তথ্য সম্মতির পরোয়া না করেই হাতিয়ে নিয়ে ব্যবহার করেছে তারা। এই রাজনীতিকদের মধ্যে রয়েছেন মার্কন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রেক্সিট সংক্রান্ত প্রচারেও এই তথ্যের ব্যবহার হয়েছে।

মার্ক জুকেরবার্গ আশ্বাস দিয়েছেন, ফেসবুকের সঙ্গে যুক্ত যত অ্যাপস ব্যবহারকারীদের তথ্য জোগাড়ের কাজ করে, তার সবগুলি খতিয়ে দেখা হবে, দেখা হবে কোনও সন্দেহজনক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত কিনা, এ জন্য হবে অডিটও। কারও কাজকর্মে আপত্তিকর কিছু পাওয়া গেলে তাকে নিষিদ্ধ করা হবে, প্রকাশ্যে আনা হবে নামধাম।