গতকালই পাকিস্তানের প্রথম সারির দৈনিক 'দি ডন' জানায়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিশেষ সহযোগী হারুন আখতার খান বড় অর্থমূল্যের নোট ও সর্বোচ্চ অঙ্কের প্রাইজ বন্ড বাতিলের প্রস্তাব 'খতিয়ে দেখা হচ্ছে' বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ২০১৬-২০১৭ সালের বাজেটের আগে ওই প্রস্তাব দেওয়া হয় কর সংস্কার কমিশনের তরফে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রেখে বাজেটের পর বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে কর সংস্কার রূপায়ন কমিটিকে। কিন্তু অর্থমন্ত্রী দার বলেছেন, সবই ভিত্তিহীন গুজব। এমন কোনও প্রস্তাব সরকারের বিবেচনার মধ্যেই নেই।
প্রসঙ্গত, বর্তমানে পাকিস্তানে প্রাইজ বন্ড কেনাবেচা হয় নগদ অর্থের বিনিময়ে, কিন্তু ক্রেতা-বিক্রেতার পরিচয়পত্রের কোনও নথির রেকর্ড রাখা হয় না। খোলা বাজারে কেনাবেচা হয় এই বন্ডের। জালিয়াতি, বেআইনি আর্থিক লেনদেনের বড় উত্স এই বন্ড।