ইসলামাবাদ: গত সপ্তাহেই ওসমান সঈফুল্লাহ খান নামে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির এক সেনেট সদস্য ভারতের দৃষ্টান্ত মেনে ১০০০, ৫ হাজার টাকার নোট বাতিলের প্রস্তাব দেন, যাতে দুর্নীতির মোকাবিলা করা যায়। কিন্তু ভারতের দেখাদেখি বড় অঙ্কের নোট বাতিলের পথে হাঁটছে না পাকিস্তান। তাঁরা ৫ হাজার টাকার নোট বাতিলের পাশাপাশি ৪০ হাজার টাকা মূল্যের পুরস্কার বন্ড বাজার থেকে তুলে নেওয়ার কথাও ভাবছেন না বলে জানিয়ে দিলেন পাকিস্তানের অর্থমন্ত্রী ঈশাক দার।
গতকালই পাকিস্তানের প্রথম সারির দৈনিক 'দি ডন' জানায়, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিশেষ সহযোগী হারুন আখতার খান বড় অর্থমূল্যের নোট ও সর্বোচ্চ অঙ্কের প্রাইজ বন্ড বাতিলের প্রস্তাব 'খতিয়ে দেখা হচ্ছে' বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ২০১৬-২০১৭ সালের বাজেটের আগে ওই প্রস্তাব দেওয়া হয় কর সংস্কার কমিশনের তরফে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রেখে বাজেটের পর বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে কর সংস্কার রূপায়ন কমিটিকে। কিন্তু অর্থমন্ত্রী দার বলেছেন, সবই ভিত্তিহীন গুজব। এমন কোনও প্রস্তাব সরকারের বিবেচনার মধ্যেই নেই।
প্রসঙ্গত, বর্তমানে পাকিস্তানে প্রাইজ বন্ড কেনাবেচা হয় নগদ অর্থের বিনিময়ে, কিন্তু ক্রেতা-বিক্রেতার পরিচয়পত্রের কোনও নথির রেকর্ড রাখা হয় না। খোলা বাজারে কেনাবেচা হয় এই বন্ডের। জালিয়াতি, বেআইনি আর্থিক লেনদেনের বড় উত্স এই বন্ড।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতের মতো বড় অঙ্কের নোট বাতিল করছে না পাকিস্তান
web desk, ABP Ananda
Updated at:
15 Nov 2016 06:06 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -