ইসলামাবাদ: অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাতে খুন পাকিস্তানের এক ব্লগার-সাংবাদিক, যিনি দেশের সেনাবাহিনী ও গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কট্টর সমালোচক বলে পরিচিত ছিলেন। ডন নিউজ পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, মহম্মদ বিলাল খান নামে নিহত ব্লগারকে রবিবার রাতে হঠাত্ কেউ ফোন করে কাছের একটি জঙ্গলে ডেকে নিয়ে যায়। তিনি তাঁর কাকা এহতেসামের সঙ্গে ছিলেন। পুলিশ সুপার সদর মালিক নঈম জানান, বিলালের ওপর আক্রমণ হয় ইসলামাবাদের জি-৯/ এলাকায়। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। মারাত্মক জখম কাকাও ভর্তি হাসপাতালে। সন্দেহভাজন হামলাকারী বিলালকে কুঠার দিয়ে আঘাত করেছে, কিছু লোক গুলির শব্দও শুনেছে বলে জানিয়েছেন নঈম। সোস্যাল মিডিয়ায় লেখালেখি ছাড়াও ফ্রিল্যান্স সাংবাদিকতা করতেন বিলাল। ১৬ হাজারের বেশি ট্যুইটার ফলোয়ার তাঁর, ইউটিউব চ্যানেল দেখে প্রায় ৪৮ হাজার মানুষ, ফেসবুকে তাঁকে ফলো করে ২২০০০ লোক।
এক্সপ্রেস নিউজ-এর খবর, বিলাল গিলগিট-বালটিস্তানের ছেলে, ইসলাবাদের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তাঁর মৃত্যুর খবর ছড়াতেই সোস্যাল মিডিয়ায় , #Justice4MuhammadBilalKhan হ্যাশট্যাগ ট্রেন্ডিং করতে থাকে।
ট্যুইটারে অনেকে বলতে থাকেন, পাক সেনা, আইএসআইয়ের নিন্দা, সমালোচনার জন্যই খুন হলেন বিলাল।
ছেলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দাগ আছে বলে দাবি বিলালের বাবার। তিনি অবশ্য বলেছেন, ছেলের একমাত্র অপরাধ, ও পয়গম্বর সম্পর্কে কিছু বলেছিল। সন্ত্রাস দমন আইনের নানা ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি মানুষের মনে ত্রাস ছড়িয়েছে বলে জানিয়েছেন বিলালের বাবা।
সেনা, আইএসআইয়ের সমালোচক ব্লগার-সাংবাদিককে কুপিয়ে খুন পাকিস্তানে
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jun 2019 07:25 PM (IST)
পুলিশ সুপার সদর মালিক নঈম জানান, বিলালের ওপর আক্রমণ হয় ইসলামাবাদের জি-৯/ এলাকায়। তাঁকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি। মারাত্মক জখম কাকাও ভর্তি হাসপাতালে।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -