করাচি: উরি হামলার পর দ্বিপাক্ষিক সম্পর্কের প্রবল অবনতি হওয়ার জেরে দেশের সর্বত্র প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি সম্প্রচার স্থগিত রাখার সিদ্ধান্তে ক্ষতি হয়েছে। তাই আগামীকাল থেকে পাকিস্তানের সিনেমা হলগুলিতে আবার হিন্দি সিনেমা দেখানো শুরু করার সিদ্ধান্ত নিলেন ফিল্ম ডিস্ট্রিবিউটর, হল মালিকরা।


পাক ফিল্ম এক্সিবিটর্স অ্যাসোসিয়েশন-এর চেয়ারম্যান জোরাইস লাসারি বলেছেন, ভারতীয় ফিল্ম দেখানো সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্তে সিনেমা হল মালিক ও ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অন্যরা ক্ষতির মুখে পড়েছে। নতুন সিনেমা কমপ্লেক্স তৈরি, পুরানোগুলির সংস্কারে প্রচুর টাকা ঢালা হয়েছে। এখন ব্যাবসা নির্ভর করছে ভারতীয় ছবির ওপর।


তাঁরা ভারতীয় ছবির সম্প্রচার সাময়িক বন্ধ রেখেছিলেন, পুরোপুরি নিষিদ্ধ করেননি বলে জানিয়েছেন হল মালিকরা।


যে ছবিগুলি স্থগিতাদেশের ফলে দেখানো যায়নি, সেগুলি প্রথমে সম্প্রচারিত হবে বলে জানা গিয়েছে। সিদ্ধান্ত অনুসারে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত 'ফ্রিকি আলি' প্রথমে দেখানো হবে বলে জানিয়েছেন আট্রিয়াম সিনেমাস-এর নাদিম মান্ডবিওয়ালা। তাদের তরফে আদিল মান্ডবিওয়ালা বলেছেন, সিনেমা গিল্ড হিসাবে স্থগিতাদেশ তুলে নিলাম আমরা। ভারতীয় সিনেমাকে সাহায্য করতে চাই, পাল্টা ওরাও আমাদের সাহায্য করবে বলে প্রত্যাশা করি।


প্রসঙ্গত, উরি হামলার প্রেক্ষাপটে ভারতে কাজ করতে আসা পাকিস্তানি শিল্পী, টেকনিশিয়ানদের নিষিদ্ধ করে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)। সঙ্গে সঙ্গে পাকিস্তানে ভারতীয় সিনেমা দেখানো সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পাকিস্তানি ফিল্ম এক্সিবিটর্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন। কিন্তু পুরানো, নতুন মিলিয়ে পাকিস্তানে তৈরি ছবিগুলি, এমনকী হালের হলিউডি ছবি দেখিয়েও হলে দর্শক টানা যায়নি। তারপরই নড়েচড়ে বসেন হল মালিক, ডিস্ট্রিবিউটর ও ভারতীয় ছবির আমদানিকারীরা।