লাহৌর: পাকিস্তানের একটি উর্দু দৈনিকের এক সাংবাদিক চাকরি ছাড়তে রাজি না হওয়ায় তাঁকে গুলি করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। নিহত উরুজ ইকবালের (২৭) স্বামী দিলাবর আলিও অপর একটি উর্দু দৈনিকের সাংবাদিক। উরুজের ভাই ইয়াসির ইকবালের অভিযোগের ভিত্তিতে দিলাবরের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। তবে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি।


নিহত সাংবাদিকের ভাই জানিয়েছেন, ‘আমার দিদির সঙ্গে জামাইবাবুর সম্পর্ক ছিল। সাত মাস আগে ওদের বিয়ে হয়। এরপর থেকেই চাকরি ছাড়ার জন্য দিদির উপর চাপ দিতে থাকে জামাইবাবু। ও দিদির উপর অত্যাচারও করত। কিন্তু দিদি চাকরি ছাড়তে রাজি হয়নি। ও অফিসের পাশেই একটি ঘরে থাকতে শুরু করে। সোমবার দিদি যখন অফিসে ঢুকছিল, তখন ওর মাথায় গুলি করে জামাইবাবু। ঘটনাস্থলেই দিদির মৃত্যু হয়। পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি।’