দুবাই: সংযুক্ত আরব আমিরশাহিতে চাকরি দেওয়ার নাম করে ১৯ বছরের ভারতীয় যুবতীর শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত এক পাকিস্তানি ম্যানেজার।
গালফ নিউজ-এর খবর, ওই বিবাহিত তরুণী ইন্টারনেটে চাকরি খুঁজছিলেন। তাঁর সঙ্গে আলাপ হয় ওই পাকিস্তানির, যাঁর পরিচয় দেওয়া হয়েছে শুধু এএন বলে। লোকটি দুবাইয়ের এক রিয়েল এস্টেট কোম্পানির প্রশাসনিক ম্যানেজার বলে নিজের পরিচয় দেন তরুণীকে। জানান, তাঁদের সংস্থায় একজন সেক্রেটারি চাই। তরুণী রাজি হলে তাঁকে কম্পিউটারের ব্যবহার শেখাবেন বলে ডেকে পাঠান। শহরের আল রশিদিয়া এলাকায় লোকটির সঙ্গে দেখা করতে সম্মত হন যুবতী। নির্দিষ্ট দিনে তিনি দেখা করলে তাঁকে একটি ফ্ল্যাটে নিয়ে যান ওই ব্যক্তি। যুবতীকে বলেন, ওখানেই কোম্পানির অফিস। কিন্তু ভিতরে ঢুকে মেয়েটি বুঝতে পারেন, আসলে ওটা লোকটির বাসস্থান। এ এন তাঁকে শোওয়ার ঘরে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ যুবতীর।
আদালতে সরকারি কৌঁসুলিরা লোকটির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পেশ করে বলেন, মেয়েটিকে একা পেয়ে কাজ হাসিল করেছেন তিনি। রায় ঘোষণা হবে ২৭ মে।
চাকরি দেওয়ার নাম করে ভারতীয় যুবতীর শ্লীলতাহানি, অভিযুক্ত পাকিস্তানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 May 2016 02:06 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -