ভিডিও সৌজন্যে সিসিটিভি নিউজ ৯০ মিটার গভীর কুয়োয় পড়ে গিয়েছিল ৩ বছরের শিশু, কীভাবে উদ্ধার হল সে, দেখুন ভিডিওতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 May 2016 09:09 AM (IST)
নয়াদিল্লি: ৯০ মিটার গভীর কুয়োর গর্তে পরে গিয়েছিল তিন বছরের এক শিশু। কীভাবে চিনের দমকল কর্মীরা উদ্ধার করল তাকে, সেই ভিডিও প্রকাশ করা হল। ভিডিওতে দেখা গেছে কার্যত মৃত্যুর মুখ থেকে কীভাবে তাকে জীবন্ত অবস্থায় বের করে এনেছে উদ্ধারকারী দলের সদস্যেরা। শিশুটির বাবা-মায়ের দাবি, গর্তের পাশে খেলায় মগ্ন ছিল শিশুটি। হঠাত্ই পা পিছলে গর্তে ঢুকে যায় সে। প্রায় ১১ মিটার নীচে এক জায়গায় গিয়ে আটকে যায় শিশুটি। তারপর প্রায় দুঘন্টার চেষ্টার পর অবশেষে শিশুটিকে গর্তের মধ্যে থেকে বের করে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দলের সদস্যেরা। সূত্রের খবর বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিত্সকরা জানান আপাতত সুস্থ এবং সবল আছে সে। শিশুটিকে উদ্ধারের ভিডিওটি দেখুন