লাহৌর:  জিনাত রফিক নিজে পছন্দ করে বিয়ে করেছিলেন মাত্র এক সপ্তাহ আগেই। বাড়ির লোকের অমতেই এই বিয়ে করেন অষ্টাদশীর জিনাত। কিন্তু হঠাৎ করেই মেয়ের বাড়িতে আবির্ভূত হন মেয়ের মা। তিনি জানান, পরিবারের লোক সমস্ত ভুল বোঝাবুঝি ভুলে তাঁকে আপন করে নিতে প্রস্তুত। সেজন্যে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছে। তখন জিনাত ও তাঁর স্বামী বাড়ি ফিরতে রাজি হয়ে যান। কিন্তু বাড়ি এসে এক সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ জায়গা তাঁর মা পরিণত হন হত্যাকারীতে। মেয়েকে জ্যান্তু পুড়িয়ে মেরে, নিজের দোষও কবুল করেছেন জিনাতের মা।

প্রসঙ্গত, জিনাতের মা পরভিন বিবি কোনওদিনই তাঁর মেয়ের সঙ্গে হাসান খান, মেয়ের সহপাঠীর এই সম্পর্ক মেনে নেননি। পরিবারের অন্য সদস্যরাও এই সম্পর্ক মানতে নারাজ ছিলেন। জিনাতের বিয়েরও চেষ্টা করে তাঁর পরিবারের লোক। কিন্তু পরিবারের অমতে গিয়ে জিনাত হাসানের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন।

এরপরই নতুন খেলা শুরু করেন পরভিন বিবি। মেয়ের একটু অবাক লাগলেও, মা জানান তাঁরা সব ভুলে তাঁদের ক্ষমা করে দিয়েছেন। তাই ইচ্ছে না থাকলেও, মায়ের প্রস্তাবে বাড়িতে আসতে রাজি হয়ে যান জিনাত। বাড়ি ফিরতেই জিনাত বুঝতে পারেন তাঁর জন্যে কী বিভীষিকা অপেক্ষা করেছিল। পরভিন ও তাঁর ছেলে জিনাতের হাত বেঁধে রেখে তাঁকে মারতে শুরু করেন। তারপর জিনাতকে বিছানার সঙ্গে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে, জ্যান্তু জ্বালিয়ে দেন পরভিন বিবি।

মেয়েকে পুড়িয়ে মেরে, বাড়ির বাইরে এসে পরভিন বলতে থাকেন, মেয়েকে উচিৎ   শিক্ষা দিয়েছি, পরিবারের নাম নষ্ট করায়। পুলিশ এসে পরে পরভিন এবং জিনাতের ভাই আনিসকে গ্রেফতার করলেও, তাঁদের মধ্যে কোনও অনুশোচনা দেখা যায়নি, খবর পুলিশ সূত্রে। সোমবার পাকিস্তানের আদালত পরভিনকে ফাঁসির নির্দেশ দিয়েছে ও তাঁর ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।