ইসলামাবাদ: সংযুক্ত আরব আমিরশাহিতে মারাত্মক হার্টের অসুখের সঙ্গে লড়ছে ৫ বছরের একটি শিশুকন্যা। তার প্রাণ সংশয় রয়েছে। গত মাসে উপসাগরীয় একটি সংবাদপত্রে মেয়েটির অসুস্থতার খবর প্রকাশিত হয়েছে, যাতে প্রকাশ, তার মা পাকিস্তানি, বাবা ব্রিটিশ নাগরিক। বাচ্চাটির জন্ম হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবিতে। কিন্তু তার বাবা বা মা, কারও দেশই তাকে তাদের নাগরিক বলে মানতে রাজি নয়। ফলে শিশুটির কোনও রাষ্ট্র পরিচয় নেই। তার পাসপোর্টও হয়নি।
তার বাবা সংযুক্ত আরব আমিরশাহির পাকিস্তানি দূতাবাসে আবেদন করেন, তাঁর মেয়ের মা পাক নাগরিক, তাই তাকে মায়ের পরিচয়ে পাসপোর্ট দেওয়া হোক। কিন্তু দূতাবাস থেকে তাঁকে বলে দেওয়া হয়েছে, পাকিস্তানের আইন অনুসারে কোনও বাচ্চার পাসপোর্টের আবেদন করতে পারেন একমাত্র বাবাই।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট এই দেশ পরিচয়হীন শিশুর কাহিনি জানতে পেরে বিদেশ ও অভ্যন্তরীণ মন্ত্রককে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন, যাতে ৫ বছরের মেয়েটির নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা কেটে যায়। তাঁর নির্দেশে দুই মন্ত্রকের অফিসাররা শিশুটির দেশ পরিচয় সংক্রান্ত প্রশ্নের মীমাংসায় উদ্যোগ নিয়েছে।