ইউটিউবে গত ২৪ জুন আপলোড করা ভিডিওতে পাকিস্তানের একটি চ্যানেলের এক মহিলা সাংবাদিককে ক্রেনে চড়ে ক্যামেরার সামনে সংবাদ পরিবেশন করতে দেখা যাচ্ছে। প্রায় ৩০ ফুট উঁচুতে ছিলেন তিনি। ওই সাংবাদিকের নাম ইরজা খান।
ইরমানের খানের তেহরিক-ই-ইন্সাফ দলের সমাবেশের খবর করছিলেন ইরজা। হঠাত্ করেই তাঁর কথা জড়িয়ে আসে। হাত থেকে পড়ে যায় বুম। মাথা ঘুরে নিচে পড়ে যান তিনি।
নিচে দাঁড়ানো লোকজন ধরে নেন তাঁকে। ইরজা যখন নিচে পড়ে যান, তখন নিচে ক্রেন ধরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি আচমকাই উপরে উঠে যান। তিনি নিচে নেমে আসেন। ইরজার মুখে জল দিয়ে সুস্থ করে তোলা হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে।