লন্ডন: ধর্মের অবমাননার অভিযোগে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আবদুকল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্র মশাল খানকে পিটিয়ে, গুলি করে হত্যার ঘটনায় মর্মাহত মালালা ইউসুফজাই। যারা মশালকে উন্মত্তের মতো পিটিয়ে খুন করেছে, তারাও ওই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। তাদের অভিযোগ, মশাল অনলাইনে ধর্মের প্রতি অবমাননাসূচক বক্তব্য পোস্ট করেছে, পাশাপাশি আহমদি ধর্মমত প্রচার করেছে।
মালালা ভিডিও বার্তায় বলেছেন, মশাল খানের মৃত্যুর ঘটনাটি হিংসা, সন্ত্রাসের। আমি ওর বাবার সঙ্গে কথা বলেছি। উনি শান্তি, সংযম দেখানোর কথা বলেছেন। আমি তাঁর বার্তাকে কুর্ণিশ করছি। আমরা ইসলামোফোবিয়া নিয়ে অনুযোগ করছি, বলছি, অন্য দেশগুলি আমাদের দেশের দুর্নাম করছে। আসলে কেউই পাকিস্তান, ইসলামকে হেয় করছে না, আমরা নিজেরাই করছি। পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট হওয়ার জন্য দায়ী আমরা নিজেরাই। শুধু মশাল খানের নয়, আমাদের নিজেদের ধর্মের শিক্ষার অন্ত্যেষ্ঠি করছি। ইসলাম শান্তি, সংযমের শিক্ষা দেয়, কিন্তু আমরা তা ভুলে গিয়েছি।
মশালের হত্যার প্রসঙ্গে মালালা এও বলেছেন, এভাবে আমরা পরস্পরকে হত্যা চালিয়ে গেলে নিরাপদ থাকবে না কেউই। তাই আমার আবেদন, নিজের ধর্ম, সংস্কৃতি, মূল্যবোধ জানুন।
ইসলাম, পাকিস্তানকে হেয় করছে পাকিস্তানিরাই, ছাত্রের নির্মম হত্যায় প্রতিক্রিয়া মালালার
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2017 09:06 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -