লাহোর: মুম্বই সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড হাফিজ মহম্মদ সঈদকে ছেড়ে দিতে বলল পাকিস্তানের পঞ্জাব প্রদেশের জুডিশিয়াল রিভিউ বোর্ড। জানুয়ারি থেকে গৃহবন্দি সঈদকে আরও তিন মাস গৃহবন্দি রেখে দেওয়ার অনুমতি চেয়েছিল পঞ্জাব সরকার। কিন্তু তা খারিজ করে দিয়েছে বোর্ড।
নিষিদ্ধ জামাত-উদ-দাওয়া প্রধানের গৃহবন্দি থাকার মেয়াদ গত মাসে ৩০ দিনের জন্য বাড়িয়েছিল বোর্ড। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী সপ্তাহে। আজ আরও কিছুদিন তাঁকে আটকে রাখার আবেদনে সাড়া না দিয়ে বোর্ড বলেছে, অন্য কোনও মামলায় তাঁকে প্রয়োজন না হলে জামাত প্রধান সঈদকে মুক্তি দিতে সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে। বোর্ডের সামনে হাজির হয়ে ফেডেরাল অর্থমন্ত্রকের এক অফিসার সঈদের গৃহবন্দি দশার মেয়াদ বাড়ানোর আবেদনের স্বপক্ষে 'কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র' পেশ করেন। তবে তাতেও বিচারপতিদের সিদ্ধান্তের নড়চড় হয়নি। পঞ্জাব সরকার বোর্ডকে এও জানায়, সঈদকে মুক্তি দিলে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপতে পারে।
সরকার তাঁকে আর কোনও মামলায় আটক না করলে দু-তিনদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন সঈদ। তাঁকে এদিন কঠোর নিরাপত্তার মধ্যে বোর্ডে হাজির করা হয়। তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশে আদালত চত্বরে হাজির সঈদের সমর্থকরা প্রবল উল্লাসে ফেটে পড়ে। পাক সরকারের একটি সূত্রে শোনা যাচ্ছে, সঈদকে অন্য একটি মামলায় আটক করার কথা ভাবা হচ্ছে। সেক্ষেত্রে বন্দিদশা কাটবে না তাঁর। সূত্রটি বলেছে, বর্তমান পরিস্থিতিতে সঈদকে ছেড়ে দিতে পারে না সরকার। জামাত প্রধানকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক দুনিয়ার বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে চায় না পাকিস্তান।
৩১ জানুয়ারি সঈদ ও তাঁর ৪ সহযোগী আবদুল্লা উবেইদ, মালিক জফর ইকবাল, আবদুর রহমান আবিদ ও কাজি কাসিফ হুসেইনকে ১৯৯৭ সালের সন্ত্রাস দমন আইন ও সেই আইনের চতুর্থ শিডিউলে ৯০ দিনের জন্য আটক করে পঞ্জাব সরকার। অক্টোবরের প্রথম সপ্তাহেই ছাড়া পায় ওই চার সহযোগী। পাকিস্তানের চলতি আইনে সরকার তিন মাস পর্যন্ত নানা কারণে কাউকে আটকে রাখতে পারে। তারপর আটক রাখার মেয়াদ বৃদ্ধির জন্য জুডিশিয়াল বোর্ডের অনুমোদন নিতে হয়।
নানা সন্ত্রাসবাদী কার্যকলাপে হাত থাকায় সঈদের মাথার দাম ১ কোটি মার্কিন ডলার ঘোষণা হয়েছে আগেই। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই মহানগরীতে ভয়াবহ জঙ্গি হামলায় দায়ী লস্কর-ই-তৈবার সামনের সারির সংগঠন এই জামাত। লস্কর নিষিদ্ধ হওয়ায় জামাত নামেই তাকে সচল রেখেছিলেন সঈদ। প্রসঙ্গত, ভারত বারবার পাকিস্তানের কাছে মুম্বই জঙ্গি হামলার নতুন করে তদন্তের দাবি জানিয়েছে, এও বলেছে, ইসলামাবাদকে পাঠানো তথ্যের ভিত্তিতে বিচার করা হোক সঈদ ও লস্করের অপারেশন সংক্রান্ত কমান্ডার জাকিউর রহমান লকভির।
সঈদকে মুক্তির নির্দেশেই স্পষ্ট, পাকিস্তান সন্ত্রাসবাদ ইস্যুতে আন্তর্জাতিক মহলকে বোকা বানাতে চাইছে! বলল ভারত। মুম্বই হানার অন্যতম প্রধান চক্রীর গৃহবন্দি থাকার মেয়াদ বাড়াতে রাজি না হয়ে তাঁকে ছেড়ে দিতে পাক রিভিউ বোর্ডের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যে নয়াদিল্লির তরফে বলা হয়, সন্ত্রাসবাদ মোকাবিলার ক্ষেত্রে ইসলামাবাদের দ্বিচারিতাও ফুটে উঠছে এতে। পাকিস্তান সন্ত্রাসের পরিকাঠামো ভেঙে দেবে, নিজেদের ভূখণ্ডকে সন্ত্রাসবাদী কাজে ব্যবহৃত হতে দেবে না বলে আন্তর্জাতিক মহলকে দেওয়া আশ্বাস বাস্তবায়িত করুক।
মুম্বই হামলার মাথা সঈদকে ছেড়ে দিতে বলল বোর্ড, আন্তর্জাতিক মহলকে 'বোকা বানাচ্ছে' পাকিস্তান, বলল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2017 04:22 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -