ইসলামাবাদ: এফ-১৬ ফাইটার জেটের বিক্রি মার্কিন কংগ্রেসে আটকে যাওয়ায় গোঁসা পাকিস্তানের। পাকিস্তানের অভিযোগ, ভারতও এই বিষয়ে কলকাঠি নেড়েছে। পাক প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ স্বীকার করে নিয়েছেন, এর ফলে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।
পাক সেনেটে আজিজ স্বীকার করে নিয়েছেন যে, এফ-১৬ ইস্যুতে গত তিনমাস পাক-মার্কিন সম্পর্কের অবনতি হয়েছে। যদিও তা স্বাভাবিক করতে উভয় দেশই চেষ্টা চালাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, মার্কিন কংগ্রেসে পাকিস্তানের আটটি এফ-১৬ ক্রয়ের ক্ষেত্রে আংশিক আর্থিক সহায়তার প্রস্তাব আটকে গিয়েছে। এ ক্ষেত্রে আমেরিকার প্রস্তাবিত ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সেনেটে বিতর্ক চলাকালে আজিজ অন্তত তিনবার ভারতের নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ভারতীয় লবি সেনেটর রান্ড পলের প্রস্তাবের মাধ্যমে ভর্তুকির সিদ্ধান্ত প্রত্যাহারের পিছনে রয়েছে।
আজিজ বলেছেন, ভারত পাকিস্তানকে এফ ১৬ জেট বিক্রির ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে। পাকিস্তান ভারতের এই আপত্তি খারিজ করে ভারতে মার্কিন প্রতিরক্ষা সচিবের সাম্প্রতিক সফরের সময় স্বাক্ষরিত একাধিক প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছে। পাকিস্তান দক্ষিণ এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপরও জোর দিয়েছে বলে জানিয়েছেন আজিজ।
আজিজ তাঁর বক্তৃতায় আরও দাবি করেন, আমেরিকায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঠানকোট হামলার ঘটনাকে কাজে লাগাচ্ছে। আমেরিকায় পাক-বিরোধী মনোভাবে পাঠানকোট হামলাকে কাজে লাগিয়ে ভারত ইন্ধন যোগাচ্ছে বলেও তিনি দাবি করেছেন।
এফ-১৬ ফাইটার জেট ইস্যুতে পাক-মার্কিন সম্পর্কে টানাপোড়েন, স্বীকারোক্তি আজিজের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 May 2016 08:32 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -