নয়াদিল্লি: ফের বিড়ম্বনার মুখে পড়লেন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। তিনি ট্যুইটারে বরিস জনজনকে ব্রিটেনের বিদেশমন্ত্রী বলে উল্লেখ করেন। পরে অবশ্য ভুল স্বীকার করে সাফাই দেন, লিখতে গিয়ে গোলমাল হয়েছে। যদিও তাঁর এই ব্যাখ্যা মানতে নারাজ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। শুরু হয়েছে তাঁকে নিয়ে হাসি-ঠাট্টা।

এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভুল ছবি দিয়ে এবং ভুল মন্তব্য করে ব্যঙ্গের মুখে পড়েছেন মালিহা। কাশ্মীরে সাধারণ মানুষের উপর ভারতীয় সেনাবাহিনীর অত্যাচারের অভিযোগ করতে গিয়ে প্যালেস্তাইনে ছররা গুলির শিকার হওয়া এক তরুণীর ছবি দেন তিনি। ২০১৭ সালে রাষ্ট্রপুঞ্জে ভারতের তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্যের জবাব দিতে গিয়েও বিড়ম্বনার মুখে পড়েন মালিহা। সেই ভুল থেকেও শিক্ষা নেননি তিনি।