ইসলামাবাদ:পাঠানকোট জঙ্গি হামলার তদন্ত নিয়ে বিবৃতি জারি করল পাক বিদেশমন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান দুই দেশই একযোগে তদন্ত চালাচ্ছে। পাক বিদেশ মন্ত্রকের দাবি, ভারত অন্য সাক্ষীদের বয়ান দাখিল করলেও, নিরাপত্তা সংস্থাগুলির বয়ান মেলেনি। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা নিয়ে এই প্রথম পাক তদন্তকারী দল ভারতে আসে। দিল্লিতে এনআইএ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর পাঠানকোট বায়ুসেনাঘাঁটিতেও যায় পাকিস্তানে পাঁচ সদস্যের  যৌথ তদন্তকারী দল (জেআইটি)।
যদিও এই বিবৃতিতে জেআইটি-র রিপোর্ট সংবাদমাধ্যমে ফাঁস হওয়া নিয়ে কোনও কিছু বলা হয়নি। পাক সংবাদমাধ্যম জানিয়েছিল, জেআইটি-র রিপোর্টে পাঠানকোট হামলাকে 'ভারতের সাজানো নাটক' বলা হয়েছে। ভারত এই খবরের তীব্র বিরোধিতা করে।
এরপরই পাঠানকোট তদন্ত নিয়ে বিবৃতি জারি করল পাক বিদেশমন্ত্রক।  বিবৃতিতে বলা হয়েছে, এনআইএ-কে পাকিস্তানের তদন্তের অগ্রগতি সম্পর্কে  অবহিত করেছেন জেআইটি-র সদস্যরা।
উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাক দলকে হামলা সংক্রান্ত  সমস্ত তথ্যপ্রমাণ দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, নিহত চার জঙ্গির ডিএনএ নমুনা, তাদের পরিচয় এবং ফোন কলের রেকর্ড। ওই তথ্যপ্রমাণ থেকে স্পষ্ট , পাঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলার ঘটনায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা জড়িত।