করাচি: ভারতের মানুষের পাশাপাশি পাকিস্তানের হিন্দুরাও হোলির আনন্দ মেতে উঠলেন। করাচি-সহ সিন্ধ প্রদেশের সর্বত্র হিন্দুরা দু’দিন ধরে এই উৎসব পালন করছেন। হোলিকা দহনের পাশাপাশি একে অপরকে রং মাখিয়ে, বিশেষ প্রার্থনা ও পুজো করে হোলি পালন করছেন পাকিস্তানের হিন্দুরা।

সিন্ধ প্রদেশের হিন্দু পঞ্চায়েত অ্যাসোসিয়েশনের সদস্য এম প্রকাশ জানিয়েছেন, ‘স্থানীয় প্রশাসন সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যাবতীয় সুযোগ-সুবিধা দিচ্ছে। দেশের যত ধর্মীয় ক্ষেত্র ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে, সেগুলি পুনরুদ্ধার করা হবে বলেও জানিয়েছে সরকার।’

লিয়াকত মেডিক্যাল ইউনিভার্সিটি অফ মেডিক্যাল অ্যান্ড হেলথ সায়েন্সেসের উপাচার্য বিখারাম দেবরজনী বলেছেন, পাকিস্তানের উন্নতিতে হিন্দু সম্প্রদায়ের বড় ভূমিকা আছে। মৌলবাদ ও সন্ত্রাসবাদ যে কোনও ধর্মের নীতির বিরোধী। হিন্দুদের হোলি উৎসব পালন করার ক্ষেত্রে কোনও বাধার মুখে পড়তে হয়নি।