ওয়াশিংটন: ভারতের ওপর পাকিস্তানের একের পর এক জঙ্গি হামলার বিরুদ্ধে এবার রাস্তায় নামলেন আমেরিকায় বসবাসী ভারতীয় সম্প্রদায়। পাকিস্তানকে সন্ত্রাসের মদতদাতা রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য একটি পিটিশন শুরু করেছেন তাঁরা। মার্কিন কংগ্রেসের ২ ক্ষমতাশালী সেনেটর এ ব্যাপারে বিল পেশের পরেই তাঁদের এই পদক্ষেপ।

ওই পিটিশনে বলা হয়েছে, এটি আমেরিকা, ভারত ও অন্যান্য বহু দেশের জন্য প্রয়োজনীয়, যারা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিয়ানার শিকার। হোয়াইট হাউস থেকে জবাব পাওয়ার যোগ্য হতে এই পিটিশন অন্তত ১লক্ষ স্বাক্ষর দরকার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘উই দ্য পিপল’ নামে হোয়াইট হাউস ওয়েবসাইটে এই অনলাইন পিটিশন চালু করেছেন। এর ফলে মার্কিন নাগরিকরা কোনও বিষয় নিয়ে প্রশাসনের সামনে প্রচারের সুযোগ পান।

হাউস সাবকমিটি অন টেররিজমের চেয়ারম্যান, সেনেটর টেড পো ও সেনেটর ডানা রোরাবাশার হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পেশ করেছেন পাকিস্তান স্টেট স্পনসর অফ টেররিজম ডেজিগনেশন অ্যাক্ট। প্রয়োজনীয় পদক্ষেপের জন্য বিলটি পাঠানো হয়েছে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে বিলটি পেশ করে পো মন্তব্য করেছেন, পাকিস্তান বরাবর বিশ্বাসঘাতকতা করে এসেছে আর তাদের খরচ দিয়েছে আমেরিকা। এবার সময় এসেছে পাকিস্তান যা, তাদের সেই আখ্যা দেওয়ার, তারা সন্ত্রাসের মদতদাতা। সহযোগী হিসেবে তাদের যে শুধু বিশ্বাস করা যায় না তাই নয়, তারা বরাবর মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের প্রশ্রয় দিয়ে এসেছে। ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়া থেকে হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে মাখামাখি- সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান যে কাদের পধে, তা বোঝানোর জন্য আর প্রমাণ নিষ্প্রয়োজন। বিলটি পেশ হওয়ার সঙ্গেই ইউএস ইন্ডিয়া পলিটিক্যাল অ্যাকশন কমিটি শুরু করেছে আমেরিকা জুড়ে প্রচার। আমেরিকা প্রবাসী সকল ভারতীয় যাতে ওই বিল সমর্থনের জন্য তাঁদের স্থানীয় আইনপ্রণেতাকে চাপ দেন, সে জন্য প্রচেষ্টা চালাচ্ছে তারা।

যদি বিলটি পাশ হয়, তাহলে ৯০ দিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে একটি রিপোর্ট পেশ করতে হবে, যাতে ব্যাখ্যা করতে হবে, সত্যিই পাকিস্তান আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে সমর্থন করে তারা। তার ৩০দিন পর মার্কিন বিদেশ সচিব একটি ফলো আপ রিপোর্ট পেশ করবেন যাতে বলা হবে, পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়া হল অথবা কেন তাদের সন্ত্রাসবাদের মদতদাতা বলা যায় না।