ইসলামাবাদ: লন্ডনের উড়ানে এক পাইলট ঘুমিয়ে পড়ার পর এবার নয়া বিতর্কে জড়াল পাকিস্তানের সরকারি বিমান সংস্থা। ঝুঁকি নিয়ে এক চিনা মহিলাকে ককপিটে ঢুকতে দিলেন অন্য এক পাইলট। ওই বিমান সংস্থার পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, একজন যাত্রীকে ককপিটে ঢুকতে দিয়ে নিরাপত্তার সঙ্গে আপস করেননি পাইলট। যদিও এই ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের এক প্রতিনিধি টোকিও থেকে বেজিংয়ের ওই উড়ানে ছিলেন। তিনিই দেখতে পান, পাইলট শেহজাদ আজিজ এক চিনা মহিলাকে ককপিটে ঢুকতে দিয়েছেন। সেখানে কোনও যাত্রীর যাওয়ার কথা নয়। তা সত্ত্বেও দু ঘণ্টারও বেশি সময় ককপিটে ছিলেন ওই মহিলা। বিমানটি ল্যান্ড করার পরেই তিনি ককপিট থেকে বেরিয়ে আসেন। এ বিষয়ে কোনও প্রশ্নের জবাব দেননি ওই মহিলা।