হিউস্টন: গুগলের ভারতীয় বংশোদ্ভূত চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই গত বছর কত বেতন পেয়েছেন জানেন? ৬,৫০,০০০ মার্কিন ডলার। কিন্তু কোম্পানির তিনি এত প্রভূত উন্নতি করেছেন, যে গুগল তাঁকে ২০০ মিলিয়ন ডলার পুরস্কার স্বরূপ দিয়েছে।
২০১৫-য় ৬,৫২,৫০০ মার্কিন ডলার বেতন পান পিচাই। গত বছর তা সামান্য কমে দাঁড়ায় ৬,৫০,০০০। কিন্তু এর ওপর ১৯৮.৭ মিলিয়ন ডলার পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৫-য় পাওয়া ৯৯.৮ মিলিয়ন ডলারের তুলনায় যা দ্বিগুণ।
দীর্ঘদিনের এই গুগল কর্মী ২০১৫-য় সংস্থার সিইও হন। যেভাবে তাঁর হাত ধরে গুগলের প্রভূত উন্নতি হয়েছে, তার স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হয়েছে এই বিপুল আর্থিক পুরস্কার।
তাঁর আমলে বিজ্ঞাপন ও ইউটিউব ব্যবসা থেকে রীতিমত লাভবান হয়েছে গুগল। এছাড়াও মেশিন লার্নিং, হার্ডওয়্যার ও ক্লাউড কম্পিউটিংয়ে নিজেদের ছড়িয়ে দিয়েছে তারা।
গত বছর তারা নিজস্ব স্মার্টফোন বার করেছে, যা একইসঙ্গে ভার্চুয়ার রিয়্যালিটি হ্যান্ডসেট, রুটার ও ভয়েস কন্ট্রোলড স্মার্ট স্পিকার।
এ সবের পুরস্কার হিসেবেই পিচাইকে সম্মানিত করল গুগল।
গত বছর অফিস থেকে ২০০ মিলিয়ন ডলার পুরস্কার পেয়েছেন গুগল সিইও সুন্দর পিচাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2017 02:26 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -