লাহৌর: মানসিকভাবে অসুস্থ এক চিনা ব্যক্তির তাণ্ডবের জেরে জরুরি অবতরণ করতে বাধ্য হল ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান। লাহৌরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পর চিনা দূতাবাসের আধিকারিকদের ডেকে তাঁদের হাতে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয়। এরপর বিমানটি গন্তব্যে রওনা হয়।


পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, ৩০০ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৭৭ বিমানটি আদ্দিস আবাবা থেকে বেজিং যাচ্ছিল। হঠাৎই ওই মানসিকভাবে অসুস্থ ব্যক্তি তাঁর সঙ্গে থাকা চিকিৎসক এবং অন্য যাত্রীদের আক্রমণ করেন। শুরু হয়ে যায় হাতাহাতি। যাত্রীদের চড়-ঘুঁষি মারতে থাকেন ওই ব্যক্তি। দু জন যাত্রী আহত হন। পরিস্থিতি সামলাতে না পেরে পাইলট জরুরি অবতরণের অনুমতি চান।

বিমানটি অবতরণের পর মানসিকভাবে অসুস্থ ওই ব্যক্তিকে আটক করা হয়। আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়। চার ঘণ্টা পরে লাহৌর বিমানবন্দর ছাড়ে বিমানটি।